পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

تاريخ * ஃ. কলেজে ॥১ ੧ কোন একটা নূতন জিনিষ বা বিষয় দেখিলেই সব ত্যাগ করিয়া তাহার পশ্চাতে ছুটতেন। ছাত্রদিগের মধ্যে র্তাহার ন্যায় রসিক কেহ ছিল না। কোন ঘটনায় কৌতুকের দিকটা সৰ্ব্বাগ্রেই তাহার দৃষ্টিপথে পতিত হইত। তঁহার সহধ্যায়িগণের মধ্যে অনেকেই স্বভাবতঃ, আমোদপ্রিয় ছিলেন । একে এই রঙ্গপ্রিয় প্রকৃতি, তাহার উপর আবার যখন সকলে একত্র হইতেন তখন তাঁহাদের মূৰ্ত্তির । বহর দেখে কে ? এমন অনেক দিন গিয়াছে যেদিন একখানা গাড়ী খুg/* ভাড়া করিয়া তার মধ্যে ঠাসাঠাসি করিয়া ; বসিয়া সকলে সারা কলিকাতার পথে গান গাহিয়া বেড়াইয়াছেন। রবিবার বা অন্যান্য। ছুটীর দিনে সকলে একত্রে গঙ্গাম্মানে যাইতেন। গঙ্গাবক্ষে ফ্রান্তরণ, লক্ষ ঝাম্প, জলক্রীড়া হইত ও সঙ্গে সঙ্গে হাসিডাকিত। পূজাপাৰ্ব্বণ উপলক্ষে রাজপথসমূহ আt হইব্লুে এই সকল যুবকদল ভ্ৰমণে বহির্গত হই আনন্দের রোলে গগন বিদীর্ণ করিতেন। নরেন্দ্র ছিলেন ইহাদের দলপতি। যাহাতে সকলেই ষোল আনা: ; আমোদ উপভোগ করিত্বে পায় সে বিষয়ে তাহার বিশেষ লক্ষ্য থাকিিত I , কিন্তু এই সকল আমােদের ক্লানটিতেই দোষের সংস্পর্শ থাকিিত না! : যৌবনে প্রাণ ও মুনের স্মৃৰ্ত্তি প্রাকৃতিক নিয়ম, এ আমােদ তাঁহারই ফলঃ ইহাতে, "কলুষের লেশমাত্র ছিল না। - এই সকল সরল, নিৰ্দোষ, - সৌহাৰ্দ, স্থাপিত”ইয়। নরেন্দ্র-চরিত্রের সর্বপ্রধান গুৰু ছিল-পবিত্রতা ও নিৰ্ম্মলতা। এবিষয়ে তাহার অ্যার্শে অতি উচ্চ ছিল এবং এ আদর্শ হইতে- তিল পরিমাণ বিচূতি বা খৰ্ব্বতা তাহার, সন্থ হইত না।