পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AS স্বামী বিবেকানন্দ’ SR Nો ধীরে অলক্ষ্যে পাপের পথে পদার্পণ করা কিছু বিচিত্র নহে। কিন্তু বাল্যে মাতার নিকট। নরেন্দ্র শিখিয়াছিলেন সৎ কি, সাধুতা কাহাকে বলে, আর যৌবনে নীতিশাস্ত্ৰ, দৰ্শনশাস্ত্ৰ অধ্যয়ন, বিচার ও.চিন্তাশীলতা দ্বারা বুঝিয়াছিলেন পবিত্ৰত কি, সাধুতা কি। সেইজন্য শত আমোদ প্রমোদের মধ্যেও তিনি চরিত্রের বিশুদ্ধত হারান নাই। এ সম্বন্ধে তাহার একজন যৌবনসহচর (ইনি পূর্বে সুনীতি ফুনীতির বিশেষ " ধার ধারিতেন না। কিন্তু পরে স্বামীজির মতানুবৰ্ত্তী হন ও তঁাহার শিষ্যত্ব গ্ৰহণ করেন ) বলেন “যৌবনে স্বামীজি পবিত্রতার জ্বলন্ত frigle figÇafet vTif \öİRİC* 2ji:? over puritanical (অতিরিক্ত মাত্রায় পবিত্রতাভক্ত ) বলিয়া ঠাট্টা করিতাম, কিন্তু এক এক সময়ুৰ্ৱাহার সম্মুখে কথা কহিতে গেলে যেন কথা আটকাইয়া যাইত,-স্পষ্ট পারিতাম তার তুলনায় আমি কত হীন।” তিনি আরও বলেনঃ “নািরনের ভেতর থেকে যেন একটা আধ্যাত্মিক তেজ ফুটে বেরোত, তার কাছে তিষ্ঠান যেত না।”; শুধু ইনি নহেন, . . নরেন্দ্রের অন্যান্য বন্ধুরাও তঁাহার মধ্যে ঐ রূপ তেজ লক্ষ্য করিয়া ছিলেন। সারা জীবন নরেন্দ্র চরিত্র এই পবিত্রতার মহিমময় জ্যোতিতে উদ্ভাসিত ছিল। কি ধৰ্ম্ম, কি ঈশ্বর—সবই তিনি ইহার মধ্য দিয়া উপলব্ধি করিবার চেষ্টা করিতেন । এই পবিত্ৰতাই তঁহার চরিত্রের মেরুদণ্ডস্বরূপ ছিল। তিনি স্ত্রীলোকমাত্রকেই মাতৃসম্বোধন করিতে অভ্যাস করিয়াছিলেন একঁপ্রিকৃতই অন্তরে মুস্তরে তাহাদিগকে মাতৃরূপ জ্ঞান করিতেন। -ళ পূৰ্বেই বলা হইয়াছে, বাল্যকালক্টতেই তাহার সঙ্গীতে অনুরাগছিল। প্রবেশিকা শ্রেণীতে পাঠের সময় श्ऊँछे डिनि शैौडिबड । গীত বান্তের চর্চা আরম্ভ করেন। সুপ্ৰসিদ্ধ সঙ্গীতবিশারদ আহম্মদ খাঁর fག་གི- " ་