পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ\Ն , স্বামী বিবেকানন্দ ? -SS \ . নিকট এইরূপ প্ৰেমাস্পদ বন্ধু ছিলেন এবং গল্প, রহস্য ও ক্রীড়া কৌতুকাদি দ্বারা তঁহাদের আনন্দবৰ্দ্ধন করিতেন। গান বাজােনার সঙ্গে আর একটা জিনিষের উপর তাহার ঝোঁক ছিল। সেটি হইতেছে অভিনয়। পূর্বে বলিয়াছি, সে সময়টা এদেশে রঙ্গালয়ের জন্মকাল । সাধারণ রঙ্গালয়ের অভিনয় তখন সবে আরম্ভ হইয়াছে এবং সামাজিক আমােদু প্রয়োদে ভদ্র ও গণ্যমান্য ব্যক্তিগণ "কর্তৃক অভিনয়ের বেশ প্রচলন হইয়াছে। নরেনও সখের অভিনয় আরম্ভ করিয়া বন্ধুদিগের হৃদয়ে অভিনয় প্রবৃত্তি জগাইয়া তুলিলেন । তবে তিনি যে সকল বিষয়ের ভূমিকা গ্ৰহণ করিতেন চিত্তের উন্নতি সাধনই তাহদের প্রধান লক্ষ্য থাকিত। কেশববাবুর “নববৃন্দাবনা” নাটক অভিনয় কালে তিনি ‘যোগী’র ভূমিকা গ্ৰহণ করিয়াছিলেন। তাহার সুগঠিত অবয়ব দর্শনে সকলেই পুলকিত হইতেন। সে অবয়বে সিংহাবয়বের সৌন্দর্ঘ্য ছিল। তার উপর প্রাণটী খোলা, সাদা ও সদাই স্মৃত্ত্বিসমুদ্রে ভাসমান । আর তিনি সহজেই সব কাজে গা ঢালিয়া দিতেন। সকল আমোদ রঙ্গস্রোতে সম্পূর্ণভাবে আপনাকে ।

  • ۳ - م؟ مهمی : .
  • উপরোক্ত আমােদ প্রমোদ ব্যতীত অন্য কয়েকপ্রকার ক্ৰীড়ায়ও লরেন্দ্র খুব যোগ দিতেন। এগুলির্তে প্ৰভূত অঙ্গচালনার আবশ্যক হয়। যুথা, দৌড়ান, লাফান, কুস্তি, জিমন্যাষ্টিক, সন্তরণ প্রতিযোগিতা, দাঁড় টানিয়া গঙ্গাবক্ষে বিচরণ, ফাক, মাঠে বহুদূর পূর্ছ্যন্ত দ্রুত ୱିଜ୍ଞା ইত্যাদি। যে সকল খেলায় শরীর দৃঢ় ও সবল হয়, হাঁদােয় সাহস আসে, মনের তেজ বাড়ে তাহাতে তিনি বালককাল 'इश्लेटङछ्रे অনুরাগী ছিলেন। তৎফলে তাহার মাংস ချီချုံ শক্ত હ છે হইয়া দেহের । সৌন্দৰ্য আরও বৰ্দ্ধন করিয়াছিল। - . . . . . . "

--- ” ܗܶܪܓܪ*