পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলেজে ԳՀ) যতক্ষণ পৰ্য্যন্ত দৈনিক পাঠ আয়ত্ত না হইত। ততক্ষণ গৃহ হইতে নিস্ক্রান্ত হইতেন না । তিনি অনেকদিন পরে একজন বন্ধুর নিকট নিজে এই সময়কার কথা উল্লেখ করিয়া গল্প করিয়াছিলেন, “আমি ঘরের ভিতর বই নিয়ে বস্তুম, আর পাশেই একটা পাত্রে গরম চা ও কাফি থাকৃতে, ঘুম পেলেই পায়ে একটা দড়ী বাঁধাতুম, তারপর ঘুমের ঝোঁকে বেহুস হ’য়ে পড়লে যেই পায়ের দড়ীতে টান পড়তে অমনি আবার জেগে উঠ তুম।” - ১ কিন্তু পড়াশুনার ব্যাঘাতও যথেষ্ট ছিল। বন্ধুবান্ধবরা যাহার যখন ইচ্ছা আসিয়া উপস্থিত হইতেন, এবং একবার তাহার তর্ক-যুক্তি বা গানবাজানা আরম্ভ হইলে সময় যে কোথা দিয়া চলিয়া যাহঁত তাহ কেহ বুঝিতে পারিতেন না । শ্ৰীযুক্ত প্রিয়নাথ সিংহ মহাশয় ১৩১৭ সালের ফাস্তুনের উদ্বোধনে প্ৰকাশিত “স্বামিজীর স্মৃতি” শীর্ষক প্রবন্ধে এই কালের একটি সুন্দর চিত্ৰ প্ৰদৰ্শন করিয়াছেন। তাহা হইতে কিয়দংশ এখানে উদ্ধৃত^করিবার প্রলোভন সংবরণ করিতে পারিলাম না। “নরেন নিজের এই অপূৰ্ব্ব ছোট ঘরটীর নাম রাখিয়া ছিলেন ‘টঙ” । কাহাকেও সঙ্গে লইয়া সেখানে যাইতে হইলে বলিতেন। “চল টঙে যাই’। ঘরটি বড়ই ছোট, প্রস্থে চারি হাত, ” দৈর্ঘ্যে-প্ৰায় ‘তাঁহার দ্বিগুণ ।। ঘরে আসবাবের মধ্যে একটী ক্যাম্বিসের খাট, वृंॉब উপর ময়ল”একটা ক্ষুদ্র বালিশ, মেঝের উপর একটি ছেড়া মাদুর “প্লািষ্ঠী, এক কোণে একটী তাম্বুৱা । তাঁহারই নিকট একটী সেতার ও একটী বায় । বীয় কখন ঐ মাদুরের উপর পড়িয়া থাকে, কখনও ঝন্টু খাটিয়ার-নীচে পড়িয়া-থাকে, কখনও বা তাহার উপর চড়িয়া বসিয়া থাকে। ঘরের একপার্থে একটি থেলো হাঁকো, তাহার নিকট তামাকের গুল ও ছাই ঢালিবার সরা, তাহার কাছে তামাক,