পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ክybr مي؟ স্বামী বিবেকানন্দ Σ ΣΙ Νό করিয়া ইতস্ততঃ পদচারণ করিতে করিতে চোরবাগানে হরিদাস ও দাশরথির ( হাইকোটের স্বনামধন্য উকীল বাবু দাশরথি সান্ন্যাল ) বাসায় উপস্থিত। বন্ধুরা এখনও শয্যায় শায়িত। তঁহাদের ঘরের দ্বারে আসিয়া উচৈঃস্বরে গান ধরিলেন :- ভৈরবী—ঝাঁপতাল । মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্ব পিতঃ তোমারি রচিত ছন্দ মহান বিশ্বের গীত । মৰ্ত্ত্যের মৃত্তিকা হয়ে, ক্ষুদ্র এই কণ্ঠ ল'য়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত । কিছু নাহি চাহি দেব, কেবল দৰ্শন মাগি, তোমারে শুনাব গীত, এসেছি তাহারি ཚ། ། গাহে যথা রবি শশী, সেই সভামাঝে বসি । একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত । .ية تيد “নরেনের গলার আওয়াজ পাইয়া বন্ধুরা শশব্যাস্তে উঠিয়া দরজা খুলিলেন। দেখিলেন নরেন আনন্দ-প্রদীপ্ত বদনে একখানি পুস্তক হস্তে দাড়াইয়া গান গাহিতেছেন । হয়ত একটু পাঠ করিবেন ভাবিয়া বন্ধুর বাসায় আসিয়া উগুস্থিত, কিন্তু ঘরের দ্বারে দাড়াইয়া গান ধরিয়া যে ভাবােচ্ছাসের বন্যা ষ্টুটাইলেন, তাহার অবরোধ করিয়া পড়াশুনা করা আর সেদিন হইল না। বেলা নয়টা পৰ্যন্ত “আমরা যে শিষ্ট্র অতি’, ‘অচল ঘন গহন গুণ গাঁও তীহারি প্রভৃতি গান ও গল্প পাশের ঘরে নরেনের অপর একটি সহপাঠী বাস করিতেন। নরেনের গান প্রথম আরম্ভ হইলেই তিনি তথায় আসিয়া জুটলেন, কিন্তু অল্পৰ্শ, শুনিবার পর পরীক্ষার কথা তাহার মনে হইল। তিনি গানের সভা', পরিত্যাগ কালে বন্ধুভাবে নরেনকে পরীক্ষার কথা: স্মরণীয় ↑