পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

’’. من: * :۔ • * $०8, স্বামী বিবেকানন্দ । SAN FRÅN ইহার পর কিছুদিন গেল, কিন্তু নরেন্দ্রের চিত্তের অশান্তি উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। মহর্ধির উত্তরে তিনি বিশেষ পরিতুষ্ট হইতে পারেন নাই, কারণ তিনি ত ঈশ্বর দর্শন করিয়াছেন একথা বলেন। নাই—কি করিয়া এখন ঈশ্বর লাভ করা যায় ? তিনি জানিতেন যে, দর্শনাদি শাস্ত্র অতি তুচ্ছ। তাহারা শুধু ভগবানকে বুঝিবার একটুকু ক্ষীণ চেষ্টা মাত্র। পুস্তকের মধ্যে ভগবদর্শন লাভ অসম্ভব, তবে কি করা যায় ? তখন তাহার মনে হইল পরমহংসদেবের কথা। ১৮৮১ খৃষ্টাব্দের নভেম্বর মাসে তিনি প্রথম পরহংসদেবের সাক্ষাৎকার লাভ করেন। ঐ বৎসর তিনি পুরীক্ষা দিবার জন্য প্রস্তুত হইতেছিলেন। সুরেন্দ্রনাথ মিত্র নামে পরমহংসদেবের এক শিষ্য একদিন স্বকীয় সিমুলিয়ার বাসভবনে পরমহংসদেবকে আনয়ন করিয়া একটি । টু ছােটখাটাে উৎসবের অন্ধুজন করিয়াছিলেন। তদুপলক্ষে একজন সুগায়কের প্রয়োজন হৰ্ত্তয়াতে তিনি আর কাহাকেও না পাইয়া প্রতিবেশী বিশ্বনাথ দত্ত্বের পুত্ৰ শ্ৰীমান্য নরেন্দ্রকে সাদরে নিজালয়ে অভ্যর্থনা করিয়া" লইয়া যান। ঐ দিবস নরেন্দ্রকে দেখিবামাত্র ঠাকুর তৎপ্রতি আকৃষ্ট হ’ন ও ভজনাদি ক্ষুদ্রাঙ্গ হইলেক্টরেন্দ্রবাবু এবং রামচন্দ্র দত্তের હરૈદ્ધર দিবস তাঁহাকে সঙ্গে '. লইয়া দক্ষিণেশ্বর যাইবার জন্য তঁহাদিগকে মুহুরোধ করেন। ইহার কয়েক সপ্তাহ পরে যখন তাহার পিতা একািধনাচ্যের কন্যার সহিত তাঁদুর-বিবাহ স্থির করিতেছিলেন, এবং কন্যার পিতা দশসহস্র মুদ্রার পরিবর্তে ঈদৃশ সৰ্ব্বগুণসম্পন্ন জামাতারত্ন লাভের সম্ভাবনা দেখিয়া আপনার অদৃষ্টকে ধন্যবাদ দিতেছিলেন, সেই সময়ে নরেন্দ্রকে উদ্ভূক্ত । বিবাহবন্ধনে আবদ্ধ হইতে অসন্মত দেখিয়া ও তাঁহার আন্তরিক .િ ভাব লক্ষ্য করিয়া তঁহাদেরই এক আত্মীয় ও তাঁহার পিতৃ অন্নে লালিত