পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为9心 স্বামী বিবেকাননন্দ । Sર] રજી. দুৰ্গতি নিবারণের জন্যই তোমার শরীর ধারণ হইয়াছে ইত্যাদি।** স্বামিজী ঠাকুরের মুখে এবস্থপ্রকার কথা শুনিয়া ও র্তাহার ভাবভঙ্গী দেখিয়া তীহাকে একপ্রকার উন্মাদ ( monomaniac), বলিয়া স্থির করিলেন। সুতরাং বেশী কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন মাত্র। অনন্তর ঠাকুর ঠিাহাকে স্বহস্তে মাখন মিছারী ও সন্দেশ খাওয়াইতে লাগিলেন । তিনি সঙ্গীদিগকে ডাকিয়া একত্ৰে খাইবার কথা বলিলে ঠাকুর বলিলেন ‘ওরা খাবে এখন, তুমি খাওনা” ও সবটুকু তঁহাকে খাওয়াইয়া ছাড়িলেন। তারপর তাহার হাত ধরিয়া বলিলেন ‘বল শীঘ্ৰ আর একদিন একলা আমার কাছে আস্বি ?” তাহার অনুরোধ এড়াইতে না পারিয়া নরেন্দ্ৰ ‘আসিব’ বলিয়া অঙ্গীকারবদ্ধ হয়েন। । ' বাটতে ফিরিয়া আসিয়া ঠাকুরের অদ্ভুত আচরণ ও ঈশ্বরপ্রেমে উন্মাদবৎ অবস্থার কথা যদিও কয়েকদিন বারংবার তঁাহার মনে হইয়াছিল ! তথাপি কাৰ্য্যগতিকে আৰু উক্ত অঙ্গীকার পালনের সুযোগ ঘটে নাই। কিন্তু মাসাধিক কাল পরে আবার একদিন তিনি একাকী পদব্রজে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখিতে যান। ঠাকুর সেদিনও পূর্বদিনকার মত ছোট, তক্তপোষখানির উপর বসিয়াছিলেন। নিকটে আর কেহ ছিল না। র্তাহাকে দেখিবামাত্র সানন্দে হাত ধরিয়া তক্তপোষেরই একধারে বসাইলেন এবং ভাবাবিষ্ট হইয়া অফুটম্বরে কি উচ্চারণ করিতে লাগিলেন। স্বামিজী ভাবিলেন পাগল বোধ হয় আবার কোন পাগলামি করিবে । তিনি . এইরূপ ভাবিতেছেন, ইত্যবসরে ঠাকুর সহসা তাহার দক্ষিণ পদ দিয়া নরেন্দ্রের অঙ্গ স্পর্শ করিলেন। স্পৰ্শ* লীলাপ্রসঙ্গ প্রণেতা বলেন দক্ষিণেশ্বরে প্রথম দর্শনের দিনই পরমহংসদেব স্বামীজিকে এই কথা বলিয়াছিলেন, কিন্তু কথামৃত ৩য় ভাগের (প্রথম সংস্কৃ} ২৮৭ পৃষ্ঠায় আছে প্রথম দিন নয়। কিন্তু অন্য আর একদিন । , ”エリ