পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অকুল চিন্তাসাগরে আশ্রয় Seዓ মাত্ৰই নরেন্দ্রের বোধ হইল গৃহের ভিত্তিসমূহ ও চতুর্দিককার জিনিষ পত্র, গাছ পালা, চন্দ্ৰ সূৰ্য্য সব যেন সবেগে ঘুরিতে ঘুরিতে আকাশে লয়প্রাপ্ত হইতেছে এবং সমস্ত পৃথিবী যেন তঁাহার অস্তিত্বকে গ্ৰাস করিতে আসিতেছে। তিনি হঠাৎ দারুণ ভয়ে অভিভূত হইয়া পড়িলেন এবং মৃত্যু-সম্ভাবনায় আৰ্ত্তস্বরে চীৎকার করিয়া বলিলেন “ওগো তুমি আমায় এ কি কবুলে, আমার যে বাপ মা আছেন।” এতচ্ছ বণে ঠাকুর প্রথমে উচ্চহাস্য করিয়া উঠিলেন। পরে তঁহার বক্ষে হাত বুলাইতে বুলাইতে বলিলেন “তবে এখন থাক, তাড়াতাড়িতে কােজ নেই, সময়ে হবে।” কিঞ্চিৎ পরে স্বামীজি প্ৰকৃতিস্থ হইলেন । কিন্তু সেদিনের ঘটনায় তাহার ধারণা হইল ঠাকুর সম্ভবতঃ খুব ভাল “হিপিনেটিজম ( Hypnotism) si “cnife” (Mesmerism). জানেন, কিন্তু তিনি জানিতেন যে দুৰ্বলচিত্ত ক্ষীণমস্তিষ্ক লোকেরাই ত ঐরূপে বশ হয় এবং চিরদিন নিজের মানসিক দৃঢ়তার উপর বিশ্বাস থাকায় ব্যাপারটা কি তাহা ঠিক বুঝতে পারিলেন না। উপরোক্ত ঘটনার প্রায় সপ্তাহকাল পরে নরেন্দ্ৰ পুনরায় দক্ষিণেশ্বরে গমন করেন। তখন ঠাকুরকে পরীক্ষা করিবার ভাব তাহার মধ্যে - খুব প্রবল হইয়া উঠিয়াছে। সেদিন রাসমণির বাগানেষ্ট জনতা ছিল བ་༧༥ বলিয়াই হউক বা যে কারণেই হউক ঠাকুর তাহাকে লইয়া পাৰ্শৱৰ্ত্ত, যদুমল্লিকের বাগানে ও প্রবেশ করিলেন,ণ এবং উদ্যানে ও গঙ্গাতীরে কিয়ৎক্ষণ ভ্ৰমন করিয়া উদ্যানমধ্যস্থ একটি গৃহে আসিয়া উপবেশন করিলেন ও কিঞ্চিৎ পরেই সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্র ধীরভাবে উক্ত অবস্থা লক্ষ্য করিতেছিলেন, এমন সময় ঠাকুর পূর্বদিনের মত হঠাৎ আসিয়া তাহাকে স্পর্শ করিলেন। পূৰ্ব্ব হইতে সতর্কতা