পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেখকের জন্য সেই কাৰ্য্য রাখিয়া দিয়াছেন । যদি তঁহার দ্বারা স্বামীজির জীবনালেখ্যখানি যথাযথ চিত্রিত হইয়া থাকে, তবেই তিনি নিজ শ্রম সার্থক জ্ঞান করিবেন । আমরাও তঁাহার পুস্তকের শুদ্ধতা সম্বন্ধে যেটুকু সাহায্য করিতে সমর্থ হইয়াছি, সেটুকুও বড় বেশী নহে, এবং তলফ করিয়া এ কথাও বলিতে পারি না যে, ঘটনা-সন্নিবেশে বিন্দুমাত্ৰ ভূল হয় নাই, তবে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করাতে ইহা অনেক পরিমাণে বিশুদ্ধ হইয়াছে, এইমাত্র বলা যাইতে পারে। অধ্যাপক ম্যাকসমুলার তৎপ্রণীত শ্ৰীরামকৃষ্ণ-চরিতে Dialogic Process নাম দিয়া মহাপুরুষগণের জীবনচরিতে র্তাহার শিষ্যগণের ভক্তির অতিশয্যে যে অনিচ্ছাকৃত অতিরঞ্জনাদি দোষ অনিবাৰ্য্যরূপে আসিয়া পড়ে বলিয়া উল্লেখ করিয়াছেন, স্বামীজির ইংরাজী জীবনচরিতের তৃতীয় ও চতুর্থ ভাগের হস্তলিপির আলোচনাকালে বিশেষ । অনুসন্ধান অবলম্বন করাতে তাহার হস্ত হইতে কিয়ৎপরিমাণেও মুক্ত হওয়া গিয়াছে বলিয়া দাবি করা যাইতে পারে, কারণ, স্বামীজির জীব নের যে সকল ঘটনা সত্য বলিয়া আমার বিশ্বাস ছিল, অনুসন্ধানের ফলে তাহারও কতক আমার ধারণা হইতে কিয়ৎপরিমাণে বিভিন্ন, অতিরঞ্জিত বা মিথ্যা বলিয়া প্ৰতিপন্ন হইয়াছে। আরও স্বামীজির কিছুকাল পুতসঙ্গের ফলে তঁহার যে একটী ছবি হৃদয়ে দৃঢ়ভাবে মুদ্রিত হইয়া রহিয়াছে, তাহার সহিত কিছু পার্থক্য বোধ হইলেই লেখককে সেইটী স্মরণ করাইয়া দিয়া সাবধানতা অবলম্বন করিতে অনুরোধ করিয়াছি । যাহার যেরূপ ধারণা, যাহার যে দিকে ঝোক, মহাপুরুষের জীবনালোচনাকালে সেই দিকটাই তাহার দৃষ্টিতে বিশেষভাবে নিপতিত হয়। সেই জন্য আমরা বিভিন্ন ব্যক্তি কর্তৃক স্বামীজিকে দরিদ্রনারায়ণ