পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতৃবিয়োগ ও সাংসারিক কষ্ট Σ δΣ পূর্বে তাহার নিকট অনেক বখশিশ পাইয়াছে তাহারা এখন তঁহার এ অবস্থা দেখিয়া কখন কখন তঁহাদের পূর্ব গৌরব স্মরণ করিয়া বিনা ভাড়ায় তাহাকে লইয়া যাইবার জন্য আগ্ৰহ প্ৰকাশ করিত, কিন্তু তিনি এই সকল সুযোগ গ্ৰহণ করিতেন না । সে সব দিন যে কি অভাবঅনটনের মধ্য দিয়া গিয়াছে তাহা তিনি ও তাহার মাতাই জানিতেন । বাহিরের লোকে তাহার শতাংশের একাংশও টের পায় নাই । *

  • স্বামীর মৃত্যুর পর দারিদ্র্যে পতিত হইয়া ভুবনেশ্বরী দেবীর ধৈৰ্য্য, সহিষ্ণুতা ও তেজস্বিতা প্রভৃতি গুণরাজি বিশেষ বিকশিত হইয়া উঠিয়ছিল । সহস্রমূদ্র ব্যয় করিয়া যিনি প্ৰতিমাসে সংসার পরিচালনা করিতেন, সেই তাঁহাকে , তখন মাসিক ত্রিশটাকায় আপনার ও নিজ পুত্ৰগণের ভরণপোষণ নিৰ্বাহ করিতে হইত, কিন্তু তাহাতেও ঠাহাকে একদিনের নিমিত্ত বিষন্ন দেখা যাইত না । ঐ স্বল্প আয়েই তিনি তঁহার ক্ষুদ্র সংসারের, সকল বন্দোবস্ত এমনভাবে সম্পন্ন করিতেন যে লোকে দেখিয়া তঁহার মাসিক ব্যয় অনেক বলিয়া মনে করিত । বাস্তবিক পােতর সাহসী মৃত্যুতে শ্ৰীমতী ভুবনেশ্বরী তখন কিরূপ, ভীষণ অবস্থায় পতিত হইয়াছিলেন । তাহা ভাবিলে হৃদয় অবদান্ন হয়। সংসার নির্বাহের কোনরূপ নিশ্চিত আয় নাই। অথচ তাহার সুখ-পালিত বৃদ্ধ মাতা ও পুত্ৰ সকলের ভরণপোষণ এবং বিদ্যাশিক্ষার বন্দোবস্তু কোনরূপে নিৰ্বাহ করিতে হুইবে-ডাহার পতির সাহায়ে যে সকল আত্মীয়গণ বেশ দুই পয়সা উপাৰ্জন করিতেছিলেন তাহারা সাহায্য করা দূরে থাকুক, সময় পাইয়া উহারা স্থায্য অধিকার, সকলেরও লোপসাধনে কৃতসঙ্কল্প—তাহার অশেষ সদগুণসম্পন্ন জ্যেষ্ঠপুত্র নরেন্দ্রনাথ নানাপ্রকার চেষ্টা করিয়াও অর্থকর কোনরূপ কাজ কৰ্ম্মের সন্ধান পাইতেছেন না এবং সংসারের উপর বীতরাগ হইয়া চিরকালের নির্মিত্ত উহা ত্যাগের দিকে অগ্রসর ১ হইতেছেন-এইরূপ ভীষণ অবস্থায় পতিত རྫུ་གྷོ་་ ཞིགི་ལྷ་ཚོ། ভুবনেশ্বরী যেরূপ ধীর স্থিরভাবে নিজ কৰ্ত্তব্য পালন করিয়া ছলেন তাহা ভাবিয়া তঁহার উপর ভক্তিশ্রদ্ধার স্বতঃই উদয় হয়।

. . . . . . ( शैकौब्रांभक्सू नौवांaन, cभ उif } ,