পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSS স্বামী বিবেকানন্দ SAN RIVE কয়েকমাস পরে পাদুকা ব্যবহারও স্বর্তাহার পক্ষে যেন একটা বিলাসের মধ্যে পরিগণিত হইয়া দাড়াইল। . পরণে মোটা গুণচটের মত কাপড়, উদরে অন্ন নাই, সমস্তদিন মধ্যাহের প্রখর রৌদ্রে অনাহারে নগ্নপদে চাকরীর চেষ্টায় দরখাস্ত হাতে অফিসে অফিসে ঘুরিতে হইয়াছে। কখনও কাহারও নিকট হইতে বিশেষ সাহায্য বা সহানুভূতি পান নাই, বরং পূর্বে যাহারা তাহাকে কিছুমাত্র, সহায়তা করিতে পাইলে জীবন ধন্যজ্ঞান করিয়াছে, তাহারাও এখন অনেকৈ তঁাহার দুঃসময় দেখিয়া মুখ বাকাইতে লাগিল বা ক্ষমতা সত্বেও ঐ সাহায্য করিতে পশ্চাৎপদ হইল । দেখিয়া শুনিয়া সংসারটা তাহার নিকট আসুরিক সৃষ্টি বলিয়া বোধ হইত। সারদানন্দ স্বামী বলেন—এই সময়ে একদিন রৌদ্রে ঘুরিতে ঘুরিতে তাহার পায়ের তলায় ফোঙ্কা হইয়াছিল এবং তিনি নিতান্ত পরিশ্রান্তু হইয়া গড়ের মাঠে মনুমেণ্টের ছায়ায়। বসিয়া পড়িয়াছিলেন। ঘটনাক্রমে ঐস্থানে দুই একজন বন্ধু আসিয়া জুটিলু ও তাঁহাদের মধ্যে ধু একজন আঁহাকে সাঞ্ছনা দিবার জন্য ‘বহিছে কৃপাঘন নিঃশ্বাস পবনে' এই গানটি গাহিতে লাগিল। স্বামিঞ্জী বঁটুলতেন “শুনিয়া মনে হইয়াছিল যেন সে মাথায় গুরুতর আঘাত করিতেছে। বাটীতে বুভূক্ষিত জননী ও ভাই ভগিনীদের কথা স্মৃতিপথে উদিত হওয়ায় ক্ষোভে, অভিমানে ও নৈরাশ্যব্যঞ্জকশ্বরে বলিয়া উঠিয়াছিলাম ‘ষ্টে নে চুপ কত্ব, ক্ষুধার তাড়নায় যাদের মা ভাইকে কষ্ট পাইতে হয় না, দৈন্য অভাব যে কি তাহা যাহারা কখনও টের পায়নি, টানা পাখার তলায় বসিয়া এসব কল্পনা তাদের ভাল লাগিতে পারেঃ আমারও একদিন লাগিত; কিন্তু কঠোর সত্যের সম্মুখে উহ! বিষম ‘ব্যঙ্গ বলিয়া বোধ হইতেছে।” বন্ধুটি বােধ হয় র্তাহার :