পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতৃবিয়োগ ও সাংসারিক কষ্ট । S »ዓ বাজারের স্কুলে শিক্ষকতা করিলেন। কিন্তু সুবিধা না হওয়ায় তাহা ত্যাগ করেন । দিনকতক এটৰ্ণি নিমাই বসুর articled clerk (এটৰ্ণি হইবার জন্য শিক্ষানবীশ) হইয়াছিলেন। কিন্তু টাকার যোগাড় না হওয়াতে ছাড়িয়া দেন। ফলে এটর্ণির আফিসে পরিশ্রম করিয়া এবং কয়েকখানি পুস্তকের অনুবাদ প্রভৃতিতে সামান্য উপাৰ্জন হইয়া কোনরূপে দিন কাটিয়া যাইতে লাগিল বটে, কিন্তু স্থায়ী কোনরূপ কৰ্ম্ম জুটিল না এবং মাতা ভ্রাতাদিগের ভরণ-পোষণের একটা স্বচ্ছল । বন্দোবস্তও হইয়া উঠিল না । 戏 দিনকতক পরে ব্যাপার আরও গুরুতর হইয়া দাড়াইল । তঁহার কয়েকজন জ্ঞাতি ভদ্রাসনখানি ভাগাভাগি করিবার জন্য জেদ করিতে লাগিলেন । ভদ্রাসনের যে অংশ অপেক্ষাকৃত ভাল ও অধিক পরিসরযুক্ত র্তাহারা সেই অংশ গ্ৰহণ করিবার চেষ্টা করিতে লাগিলেন। ক্ৰমে এমন অবস্থা হইল যে আদালতে না গেলে মিটে না। নরেন্দ্র । প্ৰথম প্ৰথম যাহাতে গৃহের গোলযোগ প্ৰকাশ্য আদালতে গিয়া লোকের কর্ণে না উঠে উপহার জন্য আপোষে মিটাইবার চেষ্টায়। ছিলেন। কিন্তু যখন তাহ হইল না। তখন তিনি আহত সিংহের ন্যায় দৃপ্ত হইয়া উঠিলেন। র্তাহার পিতৃবন্ধু স্বৰ্গীয় উমেশচন্দ্র বন্দোপাধ্যায় মহাশয় ( Barrister W. C. Bonarji) তাহার পক্ষে মোকৰ্দমা গ্ৰহণ করিলেন। মামলা অনেক দিন ধরিয়া চলিল, এই | উপলক্ষে স্বামীজির সাহস ও বুদ্ধিনৈপুণ্যের যথেষ্ট পরিচয় পাওয়া গ্নিাছিল। অপর প্রক্ষের, ইংরাজ ব্যারিষ্টার তাঁহাকে আদালতের সীমক্ষে একজন খেয়ালী ছোকরা ("fanatic) প্ৰতিপন্ন করিবার মানসে ‘চেলা’ : বলিয়া সম্বোধন করেন, কিন্তু নরেন্দ্ৰ ঘাবৃড়াইবার পাত্র নহেন। তিনি জানিতেন সাহেব বিদেশী লোক, সুতরাং নিজে