পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yo স্বামী বিবেকাননন্দ y RNS পরিশ্রম সহকারে পড়াশুনা করিতে লাগিলেন এবং এ সময়ে একরূপ ব্ৰাহ্মসমাজের সংস্রব ত্যাগ করিয়াছিলেন । পিতার জীবদ্দশাতেই তিনি শ্ৰীরামকৃষ্ণদেবের চরণাশ্রয় করিয়াছিলেন, এক্ষণে সম্পূর্ণভাবে র্তাহার উপর নির্ভর করিলেন। মাতা বরাবরই পুত্রের সংসারের প্রতি ঔদাসীন্য লক্ষ্য করিয়া আসিতেছিলেন, এখন তাহার শঙ্কা হইল পাছে সাধুসংসর্গের প্রভাবে তিনি একেবারে সংসার ত্যাগ করেন। অনেক সময় ঐ বিষয়ে কথা উত্থাপিত হইত, কিন্তু নরেন্দ্র ক্লপষ্ট কোন জবাবু দিতেন না। তবে তাহার আচরণে বেশ বুঝা যাইত যে, মাতাকে তিনি দুঃখের হন্তে সমৰ্পণ করিয়া সহসা কোথাও যাইবেন না । কিন্তু তিনি বিবাহবিষয়ে মাতৃ-অনুরোধ রক্ষা করিতে সমর্থ হইলেন না। বাটীর সকলেই তঁহাকে পীড়াপীড়ি করিতে লাগিল, কিন্তু তিনি কোনক্রমেই নিজ সংকল্প পরিত্যাগ করিলেন না। পিতার মৃত্যুর পর তিন বৎসর ধৈৰ্য্যাবলম্বন করিয়া গৃহে বাস করিলেন। তারপর যখন বুঝিলেন যে তাহার উপর আর নির্ভর না করিলেও সংসার চলিবে তখন তিনি অল্প অল্প করিয়া সংসার ছাড়িলেন। প্ৰথম প্ৰথম অধিকাংশ সময়ই দক্ষিণেশ্বরে কাটাইতেন, তারপর পরমহংসদেব পীড়ার নিমিত্ত কাশীপুরের বাগানে আনীত হইলে প্ৰায় সেখানেই থাকিতেন। ক্রমে যত তাহার পীড়া বৃদ্ধিপ্ৰাপ্ত হইতে লাগিল, ততই অধিকক্ষণ তাহার নিকটে অবস্থান করিতে লাগিলেন এবং পরমহংসদেবের দেহত্যাগের কিছুদিন পূর্ব হইতে তিনি দিবারাত্রের মধ্যে প্রায় কখনও তাঁহার সান্নিধ্য ইত্যাগ, সংসার ত্যাগ করিলেও নরেন্দ্র একেবারে সংসারের সহিত সকল সম্বন্ধ ছিন্ন করিলেন না। যখন তিনি কলিকাতায় থাকিতেন: তখন