পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by সেবাব্রত প্রচারক, জাতীয় ভাবের উদ্বোধক, সমাজসংস্কারক, প্ৰাচীন ভারতের গৌরবঘোষণাকারী প্ৰভৃতি নানাভাবে বর্ণিত দেখিতেছি। কিন্তু ইহার মধ্যে কোনটিকেই স্বামীজির সমগ্ৰ ভাবের পরিচায়ক বলিয়া গ্ৰহণ করিলে চলিবে না । তঁহতে এই সকলগুলিই ছিল এবং আরও অনেক জিনিস ছিল । স্বামীজির ধারাবাহিক জীবনচরিত পাঠে তঁহার এই বৈচিত্র্যময় জীবনের সমগ্ৰ ভাবটা অনেকটা পাঠকের হৃদয়ঙ্গম হইবে এবং বর্তমান গ্ৰন্থালোচনে ইহার বিশেষ সহায়তা হইবে বলিয়া আমাদের বিশ্বাস । এক্ষণে পাঠকগণকে গ্রন্থের আলোচনায় উন্মুখ জানিয়া এবং গ্রন্থের গুণদোষ বিচারের ভার তাহদের হস্তে অৰ্পণ করিয়া আমরা বিরত হইলাম । তং সন্তঃ শ্রোতুমৰ্হস্তি সদসদ্ব্যক্তিহেতবঃ। হেমঃ সংলক্ষ্যতে হাঙ্গেী বিশুদ্ধিঃ শ্যামিকাপি বা ॥ উদ্বোধন কাৰ্য্যালয়, । हैंडि শ্রাবণ, ১৩২৬ ৷৷ f নিবেদক-শুদ্ধক্ৰানন্দ ।