পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণচরণে।

  • ダ、 প্ৰথম দৰ্শন হইতে পরমহংসদেব নরেন্দ্ৰকে অতিশয় স্নেহের চক্ষে পুঁটু দেখিয়াছিলেন। ছয়মাস পৰ্যন্ত মাঝে মাঝে তাহাকে না দেখিলে অধীর হইয়া উঠিতেন ও যাহাকে পাইতেন জিজ্ঞাসা করিতেন—কেন এমন হইতেছে ? তিনি বলিতেন 'নরেন্দ্রের জন্য বুকের ভিতর যেন মোচড় দিচ্ছে।” নূরেন্দ্ৰ যে খুব উচ্চ আধার তাহা তিনি প্রথম দিন দেখিয়াই বুঝিয়াছিলেন। তাই অন্যান্য যুবকদের সঙ্গে তাহাকে দেখিয়া'আশ্চৰ্য্য হইয়া ভাবিয়ছিলেন “কলকাতার মত স্থানে এমন সত্ত্বগুণী আধারও থাকিতে পারে!” এবং তাহাকে পৃথক ডাকিয়া লাইয়া গিয়া স্বহস্তে নানাবিধ খাদ্যদ্রব্য খাওয়াইয়াছিলেন। তাহাতে অন্য সকলে তাহাকে একদেশদশী বলিয়া অনুযোগ করিয়াছিলেন। তিনি নরেন্দ্রেকে এত ভালবাসিতেন যে সহজে তাহার কথা উড়াইয়া, দিতেন না। নরেন্দ্র যখন বলিতেন ‘রূপ টুপি আপনার মাথার খেয়াল তখন তিনি কঁাদিয়া মা কালীকে বুলিয়াছিলেন 'মা, নরেন্দ্র বলে এসব * আমার মাথার ভুল, সত্যি কি ?’ মা তঁহাকে বলিয়া দেন না, ওসব ঠিক-ভুল নয়, নরেন্দ্র ছেলে মানুষ তাই অমন বলে”। তখন আবার তিনি স্বামীজিকে বলেন “তুই যা খুসি বল না কেন, আমি গ্ৰহ করি না"। নরেন্দ্র প্রথম প্রথম বুঝিতে পারিতেন নূ—তাহার জন্য পরমহংসদেব অতটা করেন কেন? সেই জন্য একদিন বলিয়া “আপনার শেষ কালে না ভরতরাজার যো হয়! ভরতরাজা 'হরিণ' ভাৰ্ব্বতে ভাবতে প্ৰাণত্যাগ করেছিলেন বলে পরজন্মে হরিণ জন্ম গ্ৰহণ কতে হয়েছিল। পরমহংসদেব এ কথার কোন উত্তর