পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণচরণে XR6 তঁহাকে অভ্যর্থনা করিয়া আনিতে গেলেন । বন্ধুরা দেখিলেন সিড়ির মধ্যস্থলেই পরস্পরের সাক্ষাৎ হইল। শ্ৰীরামকৃষ্ণ নরেনকে দেখিয়াই অশ্রুপূর্ণলোচনে গদগদ-স্বরে বলিতে লাগিলেন “তুই এতদিন যাসনি কেন ? তুই এতদিন যাসনি কেন ?” বারম্বার এই বলিতে বলিতে ঘরে আসিয়া বসিলেন। পরে আপনার গামছায় বাধা সন্দেশ ছিল, খুলিয়া নরেনকে ‘খা, খা’ বলিয়া খাওয়াইতে লাগিলেন। নরেনকে দেখিতে যখনি আসেন তখনি কিছু না কিছু অতি উত্তম খাদ্যদ্রব্য তাহার জন্য বাধিয়া আনেন ; মধ্যে মধ্যে লোকদ্বারা পাঠাইয়াও দেন। ’ নরেন একলা খাইবার পাত্ৰ নহেন, তাহা হইতে কতকগুলি সন্দেশ লইয়া অগ্ৰে তাহার বন্ধুদের দিয়া তবে খাইলেন। শ্ৰীরামকৃষ্ণ তৎপরে বলিলেন ‘ওরে তোর গান অনেকদিন শুনিনি, গান গা ।” অমনি তানপুরা লইয়া তাহার কাণ মলিয়া সুর বঁাধিয়া নরেন্দ্ৰ গান আরম্ভ করিলেন- − জাগ মা কুলকুণ্ডলিনি, (তুমি) ব্ৰহ্মানন্দ স্বরূপিনী। (তুমি) নিত্যানন্দ স্বরূপিনী, প্ৰসুপ্ত ভুজগাকারা, আধার-পদ্মা-বাসিনী৷ ইত্যাদি । “গানও। আরম্ভ হইল, শ্ৰীরামকৃষ্ণও ভাবষ্ণুপুঁইতে লাগিলেন। গানের স্তরে স্তরে মূন উদ্ধে উঠিল, চক্ষে পলক' নাই, অঙ্গে-সম্পন্দন। নাই, মুখাবয়ব অমানুষীভােব ধারণ করিল, ক্ৰমে মৰ্ম্মর মূৰ্ত্তির ন্যায়। নিষ্পদ হইয়া নিৰ্বিকল্প সমাধিস্থ হইলেন। নরেনের বন্ধুরা পূৰ্ব্বে কোন মানুষে ও এরূপ ভাব দেখেন নাই। র্তাহারা এই ব্যাপার দেখিয়া মনে করিলেন, বুঝি বা তিনি শরীরে সহসা কোন পীড়া হওয়ায় অজ্ঞান ইহঁয়া পড়িয়াছেন। তাহারা মহা ভীত হইলেন। দাশরথি তাড়াতাড়ি