পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণচরণে S89 ঘটনাক্রমে কিন্তু একদিন সন্ধ্যার পর নরেন্দ্ৰ নির্বিকল্পভূমিতে আরোহন করিলেন। চতুর্দিক নিস্তব্ধ, শিষ্যেরা অনেকেই ধ্যানে বসিয়াছেন, কেহ । কেহ রামকৃষ্ণদেবের পরিচর্য্যায় নিযুক্ত, কেহ বা দুরে বাগানের এক কোণে নিম্নস্বরে ভগবৎ-সঙ্গীত আলাপ করিতেছেন ।. নরেন্দ্র ও গোপালদ” নামে অপেক্ষাকৃত অধিক বয়স্ক একজন এক গৃহে ধ্যানে নিবিষ্ট হইয়াছেন। সহসা একটা কাতর চীৎকার শব্দে গোপালদা ধড়মড় করিয়া উঠিয়া দাড়াইলেন। কৰ্ণে গেল যেন নরেন্দ্ৰ বলিতেছেন—“গোপালদা, গোপালদা, আমার শরীর কোথায় গেল ?” গোপালদা ত্ৰিস্তে দৌড়াইয়া গিয়া নরেন্দ্রের শরীরের স্থানে স্থানে করাঘাত করিয়া বলিতে লাগিলেন, “কেন নরেন, এই যে !” কিন্তু নরেন্দ্রের মনে হইতে লাগিল যে তাঁহায় মস্তকটি মাত্র আছে আর কিছুই নাই। গোপালদা তো কিছু বুঝিয়াই উঠিতে** পারিলেন না। কিংকৰ্ত্তব্যবিমূঢ় হুইয়া আর সকলকে সাহায্যাৰ্থ ডাকিতে লাগিলেন। সকলে দৌড়াইয়া সেখানে উপস্থিত হইলে, তিনি নরেন্দ্রকে দেখাইয়া দিলেন। কিন্তু তঁাহারাও কেহ কিছু বুঝিয়া উঠিতে পারিলেন। না । তখন উপরের ঘরে পরমহংসদেবকে সংবাদ দেওয়া হইল । তিনি শয়ন করিয়াছিলেনঃ ঘটনাটি শুনির ঈষৎ ভ্রভঙ্গী সহকারে বলিলেন, . “বেশ হয়েছে, থা’ক খানিরুক্ষণ ঐরকম হ’য়ে। ওরই জন্য যে ”আমায় জ্বালাতন ক’রে তুলেছিল!” tష్టిళ్ల রাত্রি একপ্রহর এইভাবে কাটিয়া গেলে, নরেন্দ্ৰ ক্ৰমশঃ সহজাবস্থা প্রাপ্ত হইলেন তাহার পর ধীরে ধীৰুেপরমহংসদেবের সহিত সাক্ষাং করিতে উপুরে গেলেন। কিন্তু তথৰ্নষ্ট সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই। সােপানফ্লেশ, অতিক্রমণ করিবার, সময় চরণদ্বয় চলিতেছে কিনা বুঝতে পারিতেছিলেন না। পরমহংসদেব তাঁহাকে দর্শন করিয়া বলিলেন, : “কেমন, মা তো আজ তোকে সব দেখিয়ে দিলে! চাবি কিন্তু আমার