পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* . শ্ৰীশ্ৰীরামকৃষ্ণচরণে S8 ছিল তাহ নিম্নলিখিত ঘটনা হইতে অবগত হইতে পারা যায়। একদিন স্বনামধন্য বাৰু গিরিশচন্দ্ৰ ঘোষ ও নরেন্দ্ৰনাথ উভয়ে এক বৃক্ষতলে ধ্যানে বসিয়াছিলেন, কিন্তু সেস্থলে এত মাশকের উৎপাত ছিল । যে গিরিশবাবু কিছুতেই চিত্ত স্থির করিতে সমর্থ হইলেন না। তিনি অনেক চেষ্টা করিলেন বটে, কিন্তু অবশেষে মশক দংশনে অস্থির হইয়৷ চক্ষুরুন্মীলন করিলেন * কিন্তু নরেন্দ্রনাথের প্রতি দৃষ্টিপাত করিবামাত্র তাহার বিস্ময়ের অবধি রহিল না । দেখিলেন। তঁহার শরীরের উপর এত অধিকসংখ্যক মশক বসিয়া আছে যে, বােধ হইতেছে যেন তিনি একখানি কৃষ্ণবর্ণের কম্বল দ্বারা শরীর আচ্ছাদন করিয়া আছেন। তদর্শনে গিরিশাল্লুবু পুনঃ পুনঃ তাহাকে ডাকিতে লাগিলেন, কিন্তু কোনও উত্তর পাইলেন না। তারপর পা ধরিয়া ঘন ঘন ঠেলিতে লাগিলেন, তাহাতেও নরেন্দ্রের চৈতন্য হইল না। অবশেষে যখন গিরিশবাবু নরেন্দ্রের আসন ধরিয়া টানিতে লাগিলেন, তখন তাহার চৈতন্যহীন দেহ । ভূতলে পড়িয়া গেল। তাহ মৃতদেহবৎ কঠিন এবং সম্পূর্ণ বাহ সংজ্ঞা শুন্য। ” ইহার অনেকক্ষণ পরে তিনি বাহাবস্থা প্ৰাপ্ত হইয়াছিলেন। ১৮৮৬ খৃষ্টাব্দের ১৬ই আগষ্ট বিবার শ্ৰীশ্ৰীরামকৃষ্ণপরমহংসদেব ব্ৰহ্মনিৰ্বাণ লাভ করেন। দেহত্যাগের কিছুদিন পুৰ্ব্ব হইতে প্ৰত্যহ ” সন্ধ্যার সময় তিনি নরেন্দ্রকে আপনি সকাশে ডাকিতেন ও অন্যান্য শিষ্যগণকে বাহিরে যাইতে আদেশ করিয়া দ্বার বন্ধ করিয়া দুই তিন । ঘণ্টাকাল যাবৎ নরেন্দ্রকে ভবিষ্যৎ সম্বন্ধে নানাবিধ প্রয়োজনীয় উপদেশ প্রদান করিতেন। নরেন্দ্র, তিনি ‘স্বীকৄষ্ট, পাপপূৰ্ণ মৰ্ত্ত্যলোক ত্যাগ করিয়া যাইস্ক্রন ভাবিয়া সমূয়ে সময়ে মুহুমান হইয়া পড়িতেন। দেহ* অ্যাগের তিন চারি দিবস পূর্বে 'একদিন পরমহংসদেব তাঁহাকে কাছে ডাকিলোিন ও সম্মুখে বৈসাইয়া একদৃষ্টি তাহার দিকে চাহিয়া সমাধিস্থ So