পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$४२ • श्ौ दिनम् ১ম খণ্ড কিন্তু কয়েকজন সন্ন্যাসী ইতিমধ্যেই একপ্রকল্প গৃহ ত্যাগ করিয়া* ছিলেন। তঁহার কোথায় যান—এই লইয়া গৃহীদের মধ্যে নানা বাদানুবাদ চলিতে লাগিল। ইহার মধ্যে বলরাম বৃন্ত্র, সুরেন্দ্রনাথ মিত্র, গিরিশচন্দ্র ঘোষ ও মহেন্দ্রনাথ গুপ্ত, এই চারিজনের একান্ত ইচ্ছ , যে ঐ সকল যুৱক সন্ন্যাসীরা একত্র মিলিত হইয়া একটি সঙ্ঘ স্থাপন করেন। কিন্তু অপর গৃহী ভক্তেরা বলিলেন যে, ঐরূপ করিলে পরিণাম ভাল হইবে না, কারণ টাকা কোথায়? যুবক সন্ন্যাসীরা তদুত্তরে ঋলিলেন “অদৃষ্ট যাহা আছে হইবে, কিন্তু তাহার নিকট হইতে ‘কামিনী-কাঞ্চন ত্যাগের উপদেশ পাইয়া ও র্তাহার জীবনে জ্বলন্ত বৈরাগ্য “প্ৰত্যক্ষ করিয়া এখন কি আবার সংসারকুপে পড়িয়া হাবুডুবু খাইতে যাইব ? তিনি কি বলেন নি—‘সন্ন্যাসী সঞ্চায়ের কথা ভাবিবে না’, ‘কাল কি খাইব ঐ, চিন্তা করিবে না। কে টাকা চায় ? আমরা দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া খাইব-তারপর তিনি “আছেন।” যাহারা গৃহে যাইতে উদ্ভূত হইয়াছিলেন তাহারাও বলিলেন, “আমাদেরও যেই পরীক্ষা শেষ হইবে অমনি গৃহত্যাগ করিয়া ভিক্ষাবৃত্তি অম্বুল্লম্বন করিয়া দ্বারে দ্বারে । बु4 করিব।” :এই সকল ত্যাগী ফুক্ষর এবংবিধ দৃঢ়সঙ্কল্প দেখিয়া সুরেন্দ্রনাথ মিত্ৰ সজলনয়নে কহিলেন “ভাই রে! তোরা কোথায় যাবি ? তোদের কোথাও যেতে হবে না, বা দ্বারে দ্বারে ভিক্ষা কৰ্ত্তে হবে না। আমরা যে কয়জন গৃহীভক্ত আছি, যা পারি সামান্য কিছু দিয়ে একটা বাড়ী ভূড়া কৰ্ব্বো, তােরা সব সেখানে থাকুবি। আমরাও মাঝে মাঝে দেখানে গিয়ে সংসারের জ্বালা, জুড়াব। আমি তা কাশীপুরের বাগানের দরুণ আগে কিছু কিছুদিতাম, সেটা আর বন্ধ করবাে। না। তাতেই একটা ছোট বাড়ী নিয়ে তোরা থাকৃবি, আর ঘূর্ণ জুন্টুৰে তাই খেয়ে সাধন-ভজন কবি,-ভিক্ষে করে ঘুরে বেড়াতে পাবি না৷ ”