পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরাহনগর মঠ প্ৰতিষ্ঠা እዕkእS করিতে লাগিল। সে যখনই দেখিত যে ব্যাপার সুবিধা নয়, তখনই সুরেন্দ্রবাবুকে, সংবাদ দিত। “আজি সমস্ত দিন মােঠ উপবাস গিয়াছে।” কি “কাল রাত্ৰি হইতে সকলে অনাহারে আছেন”, এইরূপ এক একটা খবর লইয়া যখন সে সুরেশীবাবুর নিকট উপস্থিত হইত, তখন তিনি অবিলম্বে তাহাকে টাকা দিয়া বাজারে পাঠাইতেন ও প্রয়োজনীয় দ্রব্যাদি। ক্রিয় করিয়া মাঠে লইয়া যাইতে বলিতেন । কিন্তু সঙ্গে সঙ্গে সাবধান করিয়া দিতেন যেন একথা প্ৰকাশ না হয়, কারণ তিনি জানিতেন কথাটা প্রকাশ হইলে মঠের ভাইরা আর কখনও তাহার নিকট হইতে সাহায্য গ্ৰহণ করিতে সম্মত হইবেন না । গোপাল এই সকল জিনিষপত্ৰ লইয়া মােঠ উপস্থিত হুইত, তখন সকলে বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিতেন কোথা হইতে সে সব আসিল। গোপালও চতুরতার সহিত উত্তর দিত “ওঃ, এ সব একজন ভদ্রলোক পাঠিয়ে দিলেন। আমি ত কিছুতেই নেরো না, কিন্তু তিনি ভারী পীড়াপীড়ি কৰ্ত্তে লাগলেন,-কি করি, কাজে-কাজেই নিয়ে আদতে হলো।' মােঠর ভাইরা আশ্চৰ্য্য ভাবিতেন ‘প্রভুর মহিমা কে বুঝিতে পারে! তিনি কাহাকে দিয়া কি কাৰ্য্য করাইতেছেন তাহা আমরা কি বুঝব? r ধন্ত সুরেন্দ্রনাথ—ধন্য তোমার প্ৰেম ! সুরেন্দ্রনাথ সম্বন্ধে স্বামীজি স্বয়ং শরচ্চন্দ্র চক্ৰবৰ্ত্তী মহাশয়কে বলিয়াছিলেন, “সুরেশীবাবুর নাম BBBDB SDBD SDD gB S DDD S S TDBDBDS BBDDBS SDDBDD বরাহনগর মঠের সব খরচপত্র বহন কৰ্ত্তেন। ঐ সুরেশ মিত্তিরই আমাদের জন্য তখন বেশী ভাবৃতো। তঁর ভক্তি-বিশ্বাসের তুলনা झझ •ा ।'