পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8? স্বামী বিবেকানন্দ । SN "تبه ۴ و بالا মধ্যেও তাহার নিত্যভোগের ব্যবস্থা ছিল। স্বামীজি কর্তৃকই এই * পূজা প্ৰথম মঠে প্ৰবৰ্ত্তিত হয়। সকলেই একযোগে মঠের কার্য নির্বাহ করিতেন এবং স্বামীজি সকল কাৰ্য্যেরই মূল উৎস ছিলেন, কিন্তু, শ্ৰীশ্ৰীঠাকুরের পূজায় কেহ।। শশী মহারাজের (স্বামী রামকৃষ্ণানন্দ ) সমকক্ষ ছিল না। স্বামী বিবেকানন্দ বলিতেন “শশী ছিল। মঠের প্রধান স্তম্ভ, সে না থাকিলো মঠ চলা অসম্ভব হইত। ” বাস্তবিক আর সকলে তীৰ্থপৰ্যটন বা তপস্যাদিতে যুঁইবার জন্য ব্যাকুল : হইয়া পড়িয়াছেন-কিন্তু শশী-মহারাজ ঠাকুর পূজা ছাড়া আর কিছু জানিতেন না। র্তাহার ন্যায় একনিষ্ঠ ভক্ত জগতে দুলৰ্ভ। তিনি ছিলেন একাধারে মঠের পাচক, পূজারী ও গৃহস্থালীর তত্ত্বাবধায়ক। সকলে যখন ধ্যানধারণায় ব্যস্তু তখন তিনিই মঠের অত্যাবশ্যক ক্ষুদ্র ক্ষুদ্র সাধারণ কাজগুলি সম্পন্ন করিতেন বা সকলকে এ জোর করিয়া স্নানাহারাদি করাইতেন। তিনি নিজেও জপধ্যান যথেষ্ট করিতেন কিন্তু মঠের গৃহকাৰ্য্যগুলির উপর তিনি যতটা লক্ষ্য রাখিয়াছিলেন অপরে ততটা পারিতেন না। স্বামীজি বলিতেন “ওঃ, শশীর কি অদ্ভুত নিষ্ঠা ছিল! শশীই ছিল মঠের কেন্দ্রস্বরূপ। ভিক্ষে-শিক্ষে ক’রে ঠাকুরের ভোগ-ব্লাগান্তে সকলের খাওয়া-দাওয়া যোগাড় করা থেকে, রাধা-বাড়া ও সকলকে খাওয়ান পৰ্যন্ত সব কাজ তাকে দেখতে হতো। আমরা ভোর ৩টার সময় উঠতুম, তারপর কেউ স্নান কৰ্ত্তো কেউ, বা অমনিই ঠাকুরঘরে গিয়ে জপধ্যানে বসে যেতে t এমন অনেক দিন গেছে যে ভোর ৪/৫ টার সময় থেকে সন্ধ্যে ৪৷৫টাি পৰ্যন্ত জপধ্যান । চলেছে। শশী আমাদের খাবার নিয়ে বসে।