পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতামাতার পরিচয় ༢ রন্ধনবিষ্ঠায় পটু ছিলেন। তাহার মত আদর যত্ন করিয়া নানাবিধ ভোজ্যবস্তু দ্বারা নিমন্ত্রিত ব্যক্তিবর্গের -তৃপ্তিসাধন করিতে অল্পলোকেই পারিত। তিনি প্ৰত্যহ স্বচক্ষে রন্ধনশালা পরিদর্শন · করিতেন এবং একটা না একটা অভিনব আয়ােজনের অবতারণা করিতেন। অতিথি অভাগতদিগকে ভোজন করাইবার উদ্দেশ্যে নূতন প্রকারের ত কিছু করাই চাই-তাও আবার স্বহস্তে । .8ن র্তাহার আর একটী সখী ছিল—দেশ ভ্রমণ। আজি একস্থানে, কালি একস্থানে-কখন কোথায় যাইবেন কিছুমাত্র স্থির পুত্থাকিত না । হঠাৎ আসিয়া বলিতেন—চল, অমুক স্থানে। উত্তর-পশ্চিমাঞ্চলের । লক্ষীে, লাহাের প্রভৃতি মুসলমানপ্রধান স্থানে কিছুকাল বাস ক্লারায়। তিনি মুসলমান আচার ব্যবহারের প্রতি অনুরাগী হইয়াছিলেন। নিত্যঃ পলান্নভোজনের প্রথা সম্ভবতঃ এই সুত্রে তাহার পরিবার মধ্যে প্রচলিত: হইয়াছিল। - . . .به زبانی مین মোটের উপর বিশ্বনাথবাবু একজন মানুষের মত মানুষ ছিলেন এবং তঁাহার জীবনটী কাব্যের ন্যায় মধুর ছিল। , কিন্তু তিনি যে শুধু সৌখীন বাবুঢ়ী ছিলেন তাহা নহে। তাহার হৃদয় গ্ৰন্থর আধার ছিল। পরের জন্য, তাহার প্রাণ কান্বিত ও প্রতিপালক ও গরীবের মা বাপ ছিলেন এবং কেই তাহার সাহায্য চাহিয়া কখনও প্রত্যাখ্যাত হয় নাই। র্তাহার, নাটীতে অনেক দূর-সম্পৰ্কীয় । আত্মীয় বসিয়া বসিয়াির অন্নধ্বংস করিতেন এবং কেহ কেহ আবার । নেশাভাঙ্গও করিতেন। নরেন্দ্র বড়, হইয়া ঐ সফ্ট অযোগ্য ব্যক্তিকে, দানের স্কুল পিতার নিকট অনুযোগ করিলে তিনি বলিতেন। “জীবনটা ? যে কত? দুঃখের তাgখন কি বুঝরি? যখন বুঝতে পাঞ্ছবি ।