পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y স্বামী বিবেকানন্দ Sસ રજી. দেখিতে না পাইয়া বাড়ীর সকলেই চিন্তিত হইয়া পড়িয়াছেন। মহা হুলস্থূল বাধিয়া গিয়াছে। চারিদিকে খোঁজ খোঙ্গ শব্দ। কোথাও বালকের সন্ধান নাই। এমন সময় কাহার মনে হইল ছাদের উপরটা একবার দেখা যাউক । ছাদে উঠিয়াই দেখেন সিড়ির ঘরের দরজা বন্ধ। অনেক ঠেলা ঠেলি করিয়া দ্বার খোলা না পাওয়াতে অবশেষে দ্বারা ভাঙ্গিয় ফেলা হইল। ব্রাহ্মণবালিকটী বেগতিক দেখিয়া ভগ্নদ্বার পথে উদ্ধশ্বাসে দৌড় দিল, স্বামীজি কিন্তু পূৰ্ব্ববৎ স্থির, নিশ্চল, মুদ্রিতচক্ষু। অবশেবে প্ৰহারের চােটে সেদিন তাহার চৈতন্য । श्म । ইহার দিনকতক পরে আর এক মজা হইল। স্বামীজি ত প্রায় আস্তাবলে থাকিতেন। সহিসের সহিত র্তাহার ভারী বন্ধুত্ব, কারণ সে একজন সবজান্তা' লোক। যখনি কোন গুরুতর বিষয়ে মন্ত্রণা 'করিবার আবশ্যক হইত। তিনি সহিসের পরামর্শ গ্ৰহণ করিতেন4 একদিন রামসীতার পূজার পর তিনি আস্তাবলে গিয়াছেন, কথায় কথায় সহিস গভীর ভাবে বলিল “বিবাহ করা বড় খারাপ।” ঐ ব্যক্তি কোন বিশেষ কারণবশতঃ দাম্পত জীবনের উপর অসন্তুষ্ট ছিল। আপন অভিজ্ঞতাবলে সে বুঝিয়াছিল যে - বিবাহ করিলেই দন্ত্র wরাগারগি, ঝগড়া প্রভৃতি নানা অনার্থের সৃষ্টি হয়, পোয্যের সংখ্যা रांगा, পুত্ৰ কন্যা প্রতিপালন করিতে হয় এবং আরও নানা অসুবিধা ঘটে এক কথায় বিবাহ হইলেই যে মানুষের মুখ স্বাধীনতা সব ঘুচিয়া যায় ১ • এইটী সে বিশদভাবে স্বামীজির মস্তিষ্কে প্রবেশ করাইল, স্বামীজিও গ তৎক্ষণাৎ : মনে মনে প্রতিজ্ঞা করিষ্ট্রে যে, নিজে কখনও বিবাহঃ * করিবেন না ; কিন্তু আর এক মুস্কিল উপস্থিত হইল। যে রামসীতাকে তিনি এত ভক্তি করেন তাহারা য়ে বিবাহিত! মা’র কাছে।"