পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামীজির জন্ম ও বাল্যকথা ܗܶ উল্লেখ করিতেছি। ঘটনাটী তিনি নিজে এইভাবে বলিয়াছিলেনপঠদ্দশায় একদিন রাত্রে ঘরের দরজা বন্ধ করিয়া ধ্যানে বসিয়াছি, ধ্যান শেষ হইয়া গেল—তথাপি চুপ করিয়া বসিয়া আছি, এমন সময় দেখিলাম, ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করিয়া এক দেবতুল্য প্রশান্ত জ্যোতিৰ্ম্ময় মূৰ্ত্তি সম্মুখে আসিয়া দাড়াইলেন। সন্ন্যাসীর ন্যায় তাহার একহস্তে দণ্ড, অপর হস্তে কমণ্ডলু এবং মস্তক মুণ্ডিত। মুখে অনিৰ্ব্বচনীয় শাস্তিচিন্তু বিরাজিত। সেই অপূৰ্ব জ্যোতিৰ্ম্ময় পুরুষ কিয়ৎক্ষণ आभांबा প্রতি এক দৃষ্ট চাহিয়া রহিলেন—যেন কি বলিবেন এইরূপ ভাব। আমিও প্ৰথমে - অবাক হইয়া খানিকক্ষণ র্তাহার দিকে চাহিয়া রহিলাম—কিন্তু তারপর কেমন ভয় হইল, তাড়াতাড়ি দরজা খুলিয়া ঘরের } বাহিরে চলিয়া গেলাম। পরে কিন্তু মনে হইল, কেন নিৰ্ব্বোধের মত ভয়ে পলায়ন করিলাম, হয়ত তিনি কিছু বলিতেন।': যাহা হউক, তিনি আর কখনও সে মূৰ্ত্তির দর্শন পান নাই, বা তঁহার সম্বন্ধে ভাবিন্ধ চিন্তিয়াও কিছু ঠিক করিতে পারেন নাই, তবে বলিতেন—“সে মূৰ্ত্তি --আর একটি অদ্ভুত ব্যাপার উঁছার নিদ্ৰা । তিনি অন্যান্ত বালকের ক্লীয় বিছানায় গুইবামাত্র নিন্ত্ৰিত ইহঁতেন না। তাহার অভ্যাস ছিল কবিক্সেই ভ্রমধ্যে এক অপূৰ্ব জ্যোতিবিন্দুদর্শন হৰ্ভূক্ত। ঐ অপূর্ব বিন্দু নানাবাির্ল, পরিবর্ভূক্ত:ও বৃদ্ধিত হইয়াঁ ক্ৰমেক্সিক্লিারে পরিণত হইত। তারপর হঠাৎউই তারাবাজীর ন্যায় ফাটিয়া যাইত ও র্তাহার চতুর্দিকে আলো হইয়া যাইত। সেই অস্ট্রিক্টসমুদ্র ডুবিতে ডুবিতে অবশেষে তিনি ষ্ট্রপ্রত্যহ রাত্রে এইরূপ ঘটনা ঘটত। ব্যাপারটা বেশ আশ্চৰ্য্যজনক কিন্তু তিনি ভাবিতেন বুঝি সকলেরই ঐশ্নরূপ হয়।