পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যালয়ে VSG পরকে বিপদ হইতে রক্ষা করিবার সময় স্বামীজি কখনও নিজের বিপদ গ্ৰাহা করিতেন না। সহপাঠীদিগকে তিনি যেমন প্ৰাণের সহিত ভালবাসিতেন তাহারাও তঁহাকে তেমনি ভালবাসিত । তাহার প্রধান কারণ এই যে, বাল্যজীবনের যাহাতে পূর্ণ পরিণতি ও সার্থকতা তাহা তাহাতে পূর্ণমাত্রায় ছিল। অশ্রান্ত চঞ্চলতা, ক্রীড়া, কৌতুক, রহস্য, হাস্য’ পরিহাস প্রভৃতি যে সকল কমনীয় ভাবে শৈশব জীবনের পরিপুষ্ট: তাহা তঁহাতে সম্যক্‌ বিকশিত হইয়াছিল। ক্লাসের প্রত্যেক । বালককে তিনি এক একটা উদ্ভট নামে সম্ভাষণ করিতেন। ঐ সকল উদ্ভট নাম কতকটা তাহার কল্পনাপ্রবণ মস্তিষ্কপ্রসূত এবং কতকটা আবার বিবিধ উপকথা ও উপন্যাসাদি হইতে সংগৃহীত। পূৰ্ব্বে বলিয়াছি তিনি বাল্যকালে ‘ডানপিটো ছিলেন। এই ডানপিটে স্বভাব বা দুরন্তপণার জন্য বালকমহলের সকলেই তাহার অতিশয় অনুরাগী হইয়াছিল। পড়াশুনার দিকে তঁাহার ঝোঁক, সামান্যই ছিল। কারণ প্ৰতিদিনের নির্দিষ্ট পাঠ সমাপন করিতে তাহার এক ঘণ্টার অধিক সময় লাগিত না । বাকী সময়টা তিনি । কেবলই নব নব ক্রীড়া-কৌতুক, উদ্ভাবনে রত থাকিতেন। জলখাবারের পয়সা জমাইয়া হয় লিজেঞ্জস, না হয় মার্বেল অথবা নূতন ব্যাট কি বল কিনিতেন এবং খুব অল্প বয়সেই ক্রিকেট খেলায় পটু হইয়াছিলেন। বছরের নয়’মাস এই ভাবে খেলিয়া-বেড়াইয়া বাৎসরিক পরীক্ষার ২৩ মার্স পূর্ব হইতে খুব পড়ায় মন দিতেন। এই সময়ে ইতিহাস, সংস্কৃত ও ইংরাজী ভাষা তিনি উত্তমরূপে আয়ত্ত করিয়াছিলেন। दिङ्ठु उल्ि শাস্ত্রের প্রতি অত্যন্ত নারাজ ছিলেন। এ বিষয়ে তিনি তঁহার পিতার অনুরূপ ছিলেন। অন্ধ সম্বন্ধে তাহার পিতা বলিতেন