পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 স্বামী বিবেকানন্দ Y3, 28 দিয়া নরেন্দ্রনাথ বিদায় করিলেন। ঐ রূপে বিপদে পড়িয়া অবিচলিত । থাকা সম্বন্ধে অনেকগুলি ঘটনা আমরা নরেন্দ্ৰনাথের বাল্যজীবনে শ্রবণ করিয়াছি।” 2. সকল প্রকারে তিনি আদর্শ বালক ছিলেন। অন্যান্য বালকেরা যেমন খেলাধুলা করে তিনিও সেইরূপ করিতেন, বরং অন্যান্য বালক অপেক্ষা একটু বেশী রকমই করিতেন। কিন্তু নিভৃতে তঁহার , 'অন্তরের গোপনতম প্রদেশে একটা উচ্চতর ভাবের ধারা সদাই প্রবাহিত হইত। দেশ-কাল-পাত্রের সীমা অতিক্রম করিয়া তাহা কখনও কখনও ব্যক্ত হইয়া পড়িত। তখন তিনি আর বালক নহেন-বোধ হইত যেন যুগযুগান্তরের জ্ঞানরাজ্যের একজন পুরাতন পথিক । এই জ্ঞান-ধারা আমরা প্রকটত দেখি তাহার শৈশবধানে বা তন্ময়ত্বে, দেব-বিশেষের প্রতি অনুরাগে, সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধায় ও সন্ন্যাস-জীবনের আকাঙ্ক্ষায়। ইহার প্রত্যেকটিতে র্তাহার পরিণত জীবনের আভাস সুস্পষ্ট দেখিতে পাওয়া যায়। তিনি আপনার মধ্যে একটা শক্তি অনুভব করিতেন এবং এমন অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখিতেন যাহা তাহার সমবয়স্ক শিশুদিগের সমুক্ষে কখনও উপস্থিত হইত না বা হয় না। সে জিনিষগুলি তঁহার डिडद्रकांद्भ-निखश्। অন্তরের গৃঢ়াশক্তি যে অনুক্ষণ আত্মপ্রকাশের জন্য একটা পথ খুজিতেছে ইহা শৈশবের ক্ষুদ্রত্বের মধ্যেও তিনি প্রায়ই অনুভব করিতেন। তিনি যে বাহিরে এত: চাঞ্চল ছিলেন এটা সেই অন্তযুদ্ধের ফল। আনন্দের আশায়.সেই শক্তি র্ত্যাহ্বার প্রতি ইন্দ্ৰিয়ে, প্রতি অবয়বে দুটাছুটি করিত এবং খেলাধুলা প্রভৃতি বহিৰ্ব্বিষয়ে তাহাকে ঠেলিয়া লইয়া যাইত। কিন্তু বৈরাগ্যসিদ্ধ পুরুষের মন বাহবিষয়ে কত আনন্দ পাইবে ? সে যে রস খুজিতেছে, যে আনন্দপারাবারের মধ্যে ডুবিয়া রহিবার জন্য চেষ্টা করিতেছে, সে তবাহিক্টর