পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যালয়ে 8(ሉ নাই, সে যে ভিতরেই আছে! তাই তিনি যখন ধ্যানে তন্ময় হইতেন। তখনকার তৃপ্তির निकैछे খেলাধূলার তৃপ্তি যেন অকিঞ্চিৎকর হইয়া भiशैद्ध5 । পূর্বে নিদ্রাবেশের প্রাক্কালে যে সকল অতীন্দ্ৰিয় দর্শনের কথা বলিয়াছি সে সকল দর্শন বরাবর হইতেছিল, কিন্তু তাহা ছাড়া আর একটির উল্লেখ এখানে করিব । ধ্যানকালে প্ৰথম প্ৰথম তিনি জোনাকীর আলোর ন্যায় বিন্দু বিন্দু আলোককণা দেখিতে পাইতেন, কিন্তু পরে দেখিতেন যেন একটা জ্যোতিঃপিণ্ডের মধ্য হইতে একখানা, রশ্মিপূর্ণ মেঘ উড়িয়া আসিতেছে। ক্ৰমে সেটা অতিশয় উজ্জল হইয়া উঠিত ও সঙ্গে সঙ্গে চতুষ্কোণু ক্ষেত্রের আকার ধারণ করিত। এই জ্যোতিঃ দর্শনের সহিত আধ্যাত্মিক রাজ্যে অগ্রসর হওয়ার যে নিগুঢ় সম্বন্ধ আছে তাহ দিব্যদৃষ্টিসম্পন্ন মহাপুরুষদিগের বাক্যে প্রমাণিত হয়।