পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতামাতার নিকট শিক্ষা 8S সংবাদ পাইয়া। এতদূর কাতর ও অবসন্ন হইয়া পড়িয়াছিলেন যে, যতক্ষণ পৰ্য্যন্ত না টেলিগ্রামে তাহার নিরাময় সংবাদ পাইয়াছিলেন ততক্ষণ র্তাহার চিন্তা-বিক্ষুব্ধ হৃদয় কিছুতেই প্রশান্ত হয় নাই। শেষ জীবনে তিনি প্ৰায় বলিতেন, “যে মাকে সত্য সত্য পূজা করিতে না পারে সে কখনও বড় হইতে পারে না।” তিনি একবার অনেক ভাবিয়া গৰ্বের সহিত বলিয়াছিলেন, “আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মা’র নিকট ^ ঋণী।” ভুবনেশ্বরী মাতা পুত্ৰদিগকে সতত এই উপদেশ দিতেন-'আজীবন . সত্যপথে থাকিও, পবিত্ৰ হাইও, নিজের মৰ্য্যাদা রক্ষা করিও এবং কখনও অপরের মৰ্য্যাদা লঙ্ঘন করিও না বা অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করিও না। খুব শান্ত হইবে কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে ।” ‘স্বাধীনতা রক্ষা করা” যে অতিশয় মহৎ বস্তু তাহা স্বামিজী মৰ্ম্মে মৰ্ম্মে অনুভব করিয়াছিলেন, সেইজন্য তিনি উত্তর কালে কখনও অপরকে উপদেশ দিবার সময় জোর করিয়া নিজের মত খৃষ্টধঃকরণ), করাইতেন না বা তাহাদিগকে আপনি পথে চালাইবার চেষ্টা করিতেন ! A : করিতেন, তারপর যাহার যে ভাবে ইচ্ছা তাহা গ্রহণ বা কার্ঘ্যে পরিণত । করুক (? - • • " ཅ་ বাল্যকালে স্বামীজি মাতার निक কোন কথা গোপন রাখিতেন না। মাকে প্ৰাণের অপেক্ষা অধিক ভালবাসিতেন বলিয়া ভাল হউক, মন্দ হউক, যখন, যাহা করিতেন, দেখিতেন বা শুনিতেন ছুটিয়া আসিয়া মাকে তাহা না শুনাইলে তােহাঁর তৃপ্তি হইত না । মেট্ৰপলিটান স্কুলে অধ্যয়নকালে একদিন ক্লাসের একটা কিন্তুতকিমাকার বালুকের i R r- -