পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতামাতার নিকট শিক্ষা a TyricorçS. OfSigocè “fRCER EIRafš” (special permission ) পাইয়া তিনি ভৰ্ত্তি হইলেন। তারপর তিনি পুস্তক অধ্যয়নে মনোনিবেশ করিলেন এবং অনায়াসে তিন বৎসরের পাঠ এক বৎসরে আয়ত্ত করিলেন । ষোল বৎসর বয়সে তিনি প্ৰবেশিক পরীক্ষা দেন এবং মেট্ৰপলিটানের মধ্যে একমাত্র তিনিই সে বৎসর প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এন্ট্রান্স পরীক্ষায় কৃতকাৰ্য্য হওয়ার জন্য পিতার নিকট হইতে । স্বামীজি একটি সুন্দর পকেটঘড়ি পুরস্কার প্রাপ্ত হয়েন। ইহার কয়েক বৎসর পূর্বে তিনি এক প্ৰদৰ্শনীতে Boxing Competition 4 (মুষ্টিযুদ্ধ পরীক্ষায়) প্রথম পুরস্কারস্বরূপ একটি মনোজ্ঞ রৌপ্যনিৰ্ম্মিত প্ৰজাপতি উপহার পাইয়াছিলেন। তঁহার ভগ্নীও ঐ প্রদর্শনীতে মখমলের উপর সুচী কৰ্ম্মের জন্য সৰ্বোচ্চ পুরস্কার পান।