পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যজীবনের শেষ কথা (? რh দাবাখেলা শিখিয়াছিলেন এবং ভাল ভাল খেলোয়াড়ের সঙ্গে খেলাতেও জয়লাভ করিতেন । এই সময়ে কলিকাতায় সাধারণ নাট্যশালার প্রথম সুত্রপাত হয়। তিনিও অমনি তদনুকরণে একটি নাট্যগৃহ প্ৰতিষ্ঠা করিলেন এবং বাটীর লোক ও পাড়া-প্ৰতিবাসীর নিকট এক, আনা দর্শনীর মূল্য আদায় করিয়া এই নূতন সখি মিটাইবার খরচা যোগাড় করিতে লাগিলেন । তিনি সকল রকম ক্রীড়ায় আমোদ পাইতেন । ম্যাজিক লণ্ঠনের গুপ্তরহস্য আবিষ্কার করিয়া তৎসাহায্যে সকলকে ছবি দেখান হহঁতে নৌকাবহী ও অসিচালনা কিছুই বাদ ছিল না । কিন্তু সৰ্ব্বাপেক্ষা তাহার প্রতিভার বিকাশ হুইয়াছিল সঙ্গীতে। তিনি আশৈশব সঙ্গীতপ্রিয় ছিলেন ও অতি অল্প বয়সেই সঙ্গীতচর্চায় মনোনিবেশ করেন এবং যতদিন পৰ্য্যন্ত না উৎকৃষ্ট গায়ক বলিয়া লোকের নিকট পরিচিত হইয়াছিলেন, ততদিন প্রগাঢ় অধ্য--- বসায়ের সহিত সঙ্গীত শিক্ষা করিয়াছিলেন। তঁহার কণ্ঠস্বর স্বভাবতঃই মিষ্ট ছিল, তাহার উপর শিক্ষা ও সাধনাগুণে উহা আরও উৎকৃষী, লাভ করিয়াছিল।* তিনি আবাল্য কিরূপ তেজস্বী ও প্রত্যুৎপন্নমতি ছিলেন নিম্নলিখিত ঘটনাটিতে তাহার পরিচয় পাওয়া যায় । একবার একস্থানে থিয়েটারের অভিনয় হইতেছিল, এমন সময়ে হঠাৎ আদালতের এক পেয়াদা ষ্টেজের উপর গিয়া এক প্রধান অভিনেতাকে

  • সঙ্গীতাদি কলাবিদ্যার প্রতি তাহার পিতামাত উজ্জ্বল্পক্সই বিশেষ অনুরাগ ছিল। স্বামীজি বলিতেন। তঁহার পিতা সুকণ্ঠ ছিলেন এবং নিধুবাবুর টপ্পা প্রভৃতি গাহিতে পারিতেন। তঁহার মাতা ভুবনেশ্বরীও বৈষ্ণব ভিক্ষুক ও ভূভখারীদিগের ভজন গান একবারমাত্র শুনিয়াই স্থর-তাল-লয়ের সহিত আয়ত্ত

g