পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(፩b” স্বামী বিবেকানন্দ । ऽभ श्७ः একখানি ওয়ারেন্ট” দেখাইয়া বলিল “আমি আইন ও আদালতের হুকুম অনুসারে আপনাকে গ্রেপ্তার করিলাম।” সভামধ্যে একটা হুলস্থূল পড়িবার উপক্রম হইল, কিন্তু সেই মুহূৰ্ত্তে একজন সতেজ উচ্চকণ্ঠে বুলিয়া উঠিল “ষ্টেজ থেকে বেরিয়ে যাও, যতক্ষণ না পালা শেষ হয় ততক্ষণ বাইরে দাড়িয়ে থাকগে। এরকম ক’রে সব লোককে বিরক্ত করবার মানে কি ?” সকলেই সেই তীক্ষ্ণ স্বর ... ७निभां * চিনিল। সে সুস্পষ্ট আদেশবাণী আর কাহারও নহে-- নরেন্দ্রের। অমনি বিংশতিকণ্ঠে চীৎকার করিয়া উঠিল - ‘বেরিয়ে যাও, বেরিয়ে যাও, শীগগির বেরোও।” যাহারা নিকটে ছিল তাহারা নরেন্দ্রের পীঠ চাপড়াইয়া বলিল “বাঁহবা ভায়া-বাহবা, তুমি না, থাকুল আজ। সব পণ্ড হ’ত ” ; এইরূপ , তেজস্বিতার জন্যই তিনি সকলের এত কি ছিলেন। খেলাধূলা ও দুষ্টমীতে তিনি সকলের অগ্রগণ্য ছিলেন বটে,"কিন্তু ছেঞ্জামানুষীর ভিতরেও মনুষোচিত তেজ ও দৃঢ়তা তাঁহার চরিত্রকে রমণীয় করিয়া তুলিয়াছিল। - তিনি ১ প্রতিবেশিগণের সকলেরই স্নেহভাজন ছিলেন ফুৱৈ সহিত তিনি একটা না একটা সুম্বন্ধ পাতাইয়াছিলেন। এদেশে সাধারণতঃ চৌদ্দীপনার বৎসরের বালক অপর পরিবারের মধ্যে প্রবেশ করিতে কিঞ্চিং সঙ্কুচিত হয়, কিন্তু নরেন্দ্রের এরূপ সঙ্কোচভাব বিন্দুমাত্র । ছিল না। প্রতিবেশীরা সকলেই যেন তাহার আপনার লোক ছিলেন। , তিনি কাহাকেও পিসী কাহাকেও ‘খুগ্ৰী কাহাকেও খুড়ী" কাহাকুঞ্জ ‘মামী কাহাকেও বা "দিদি বলিয়া সম্বোধন করিতেন। এমন কি वकति नौष्खांडीश शैौनांक्रक७ डिनि 'भानी' लिग्रां उल्डित)