পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলেজে । ষোড়শ বর্ষ বয়ঃক্রমে প্ৰবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্রের বাল্যক্ৰীড়ার অবসান হইল। যে সকল সহচরীগণে পরিবৃত হইয়া তিনি নিত্য নূতন ক্রীড়া-কৌতুক অনুসন্ধানে রত থাকিতেন এক্ষণে তাহদের অনেকেরই নিকট বিদায় গ্ৰহণ করিতে হইবে ভাবিয়া পরীক্ষায় কৃতকাৰ্য্যতাজনিত আনন্দের মধ্যেও তিনি দুঃখ অনুভব করিতে লাগিলেন। হায়! যাহাদিগের সহিত এতকাল আমোদ প্রমোদে কাটল, যাহাদিগকে তিনি কত অদ্ভুত অদ্ভুত আদরের নামে সম্ভাষণ t করিত্নে, যাহারা তঁহার নেতৃত্বে কত সুখ ও গৌরব অনুভব করিত, gৈঙ্কীর্ণ তাহািদগকে ছাড়িয়া যাইতে হইবে! সেই বিদ্যালয় গৃহ- , ঘাহা তাহার ক্ৰীড়াশব্দে প্রতিধ্বণিত হইত, সেই ক্লাস-যেখানে তিনি * "স্বরূলের প্রথম ছিলেন- সবই ছাড়িয়া যাইতে হইবো! কোমলহৃদয় নরেন্দ্রর প্রাণে বড় আঘাত লাগিল। এখন কলেজে পূড়িতে - “ যাইতেছেন, সুতরাং পূৰ্ব্বাপেক্ষী গভীর হইতে হইবে, আর ছুটী ছুটি, দৌড়াদৌড়ি করিতে পরিবেন না, সৈনিকদলের ন্যায় শ্রেণীবদ্ধ হইয়া দূর দূর স্থানে ‘মাৰ্চা করিয়া যাইতে বা কৃত্রিম রণ-অভিনয় করিতে পরিবেন না, এই সকল চিন্তায় তাহার হৃদয় ব্যথিত হইয়া উঠিল। কিন্তু ক্ৰমশঃ ব্যথার বেগ, भगौड्रूड श्ना अनिवeश्र डिनि নূতন জীবনের উচ্চতর লক্ষ্যে শীঘ্রই আপনাকে ফ্লারাইয়া ফেলিলেন। ငွှိ၊ প্রথমে তিনি ‘প্রেসিডেন্সি কলেজে প্রবেশু কুরিলেন, . কিন্তু - পরবৎসর উহা ত্যাগ করিয়া “জেনারেল এসেমব্রিজ, ਇi