পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VS স্বামী বিবেকানন্দ }भ ९७ হইতে গেলে যে সকল গুণের আবশ্যক তাহা তাহাতে প্রচুর পরিমাণেই ছিল। সুন্দর সুগঠিত মূৰ্ত্তি, সুললিত অথচ মেঘমন্দ্রের ন্যায় গভীর কণ্ঠধ্বনি এবং সুচারুবচনবিন্যাস ও আবৃত্তি প্ৰণালী দ্বারা শ্রোতার চিত্তাকর্ষণের ক্ষমতা-সকলই তঁহার ছিল । যাহার কলেজে নরেন্দ্রের সহিত পরিচিত বা বন্ধুত্বসূত্রে আবদ্ধ ছিলেন। তাহারা সকলেই বলেন যে তিনি নিজের ক্ষমতা উত্তমরূপে বুঝিতেন এবং অতি স্বাভাবিকভাবে এই ক্ষমতার ব্যবহার করিতেন। দেশী বিলাতী সব অধ্যাপকই তাহাকে স্নেহ করিতেন ও কাহার গুণে মুগ্ধ ছিলেন। সকলেই একবাক্যে বলিতেন, ‘এই বালকের মধ্যে প্রভুত শক্তি প্রচ্ছন্ন রহিয়াছে, এমন দিন আদিবে যেদিন সমগ্র জগৎ তাহার পরিচয় পাইবে।” দুই বৎসর পরে তিনি ফাষ্ট আর্টস (এফ, এ, ) পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বি,এ, পড়িতে লাগিলেন এবং আর দুই বৎসর পরে অর্থাৎ কুড়ি বৎসর স্বয়ংক্রিমের সময়’বি, এ, পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বি, এল, পড়িতে সুরু -- করিলেন ইতিমধ্যে—অর্থাৎ বি, এ, পাশ করার অল্পদিন পরেই তঁহার পিতৃবিয়োগ হওয়ায় তিনি নানা সাংসারিক গোলযোগে ও বিষম অন্নকষ্ট্রে পতিত হন। সুতরাং বি, এল, পাশ করিবার সুযোগ "আর তুঁহী অদৃষ্ট ঘটিয়া উঠে নাই। ক্রুি ইহার কিছু পূৰ্ব্ব হইতেই (বিএ, ক্লাসে অধ্যক্ষ্ণ করার সময়ে) তাহার মনােরাজ্যে বিষম চিন্তা-বিপ্লব । আরম্ভ হইয়াছিল। সে বিষম অন্তঝটিকা পিতৃবিয়োগে আরও প্রবলতর রূপ ধারণ করে, কিন্তু , পরিশেষে পরমহংসদেবের পূদৃশুয়ে এ ঝটিকা প্রশমিত হয় এবং তিনি সন্দেহ-তরঙ্গের হস্ত ইহঁতে পরিত্রাণ লাভ করি প্রকৃত পন্থী নিৰ্দ্ধারণে সমর্থ হন। এ সকলের বিস্তৃত বিবরণ পর পরিচ্ছেদে দেওয়া হইয়াষ্ট্রে এখানে শুধু সংক্ষেপে তাহার একটু আভাস প্রদত্ত হুইল। ফাষ্ট আর্টস্ পাশের পর হইতে অৰ্থাৎ ১৮