পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলেজে W9 বৎসর হইতে ২৪ বৎসর পর্য্যন্ত র্তাহার জীবনের ইতিহাস অতি চিত্তাকর্ষক ও শিক্ষাপ্রদ। যে বিরাট শক্তি শীঘ্রই সভ্যজগতে তুমুল আন্দোলন উত্থাপিত করিবার জন্য আবিভূর্ত হইয়াছিল, যৌবনের প্রথম সোপানে পদার্পণ করিবামাত্র সে আর ক্ষুদ্র রক্ত-মাংসের গণ্ডীর মধ্যে আবদ্ধ । হইয়া থাকিতে ; চাহিল নৃ, আত্মপ্রকাশের জন্য প্রাণপণ চেষ্টা । করিতে লাগিল। প্ৰায় প্রত্যেক মহাপুরুষের জীবনেই দেখা যায় এই বয়ঃসন্ধিকালই ঘোর পরিবর্তনের সময়। এই সময়েই র্তাহারা। সাধারণ ও স্বীয় অসাধারণ গন্তব্যপথের মধ্যস্থলে দণ্ডায়মান হইয়া, ‘কোন ε পথে যাই, কোন পথে গেলে ইষ্টলাভ-সত্য লাভ হইবে-জীবন -ধন্য ও সফল হইবে, জীবনের উদ্দেশ্য সিদ্ধ ও সার্থক হইবে ।’ এবংবিধ সমস্যাজালে নিপতিত হন। কিন্তু শীঘ্রই তাহারা আপন পথ ঠিক করিয়া ফেলেন এবং এই জাল কাটিয়া বহির্গত হয়ঃ পাঠক দেখিবেন, স্বামীজির জীবনেও এই প্রকার হইয়াছিল। । ... উপস্থিত আমরা কলেজে অধ্যয়ন কালে তাহার চরিত্রের কিঞ্চিৎ পরিচয় প্রদান । স্কুলের ন্যায় কলেজেও তিনি শীঘ্রই সকল বালকের শীর্ষস্থান অধিকার করিয়াছিলেন। পদে পদূেত্র অপরাপেক্ষা তাহার শ্রেষ্ঠত্ব । প্রতিপন্ন হওয়াতে সকলে "আপনা হইতেই তঁহাকে নেতা বলিয়া স্বীকার করিয়া & লইল। প্ৰণালীবদ্ধ চিন্তা, তর্ক ও যুক্তিতে কেহ । তাহাকে আঁটিয়া উঠিতে পারিত না। ক্লাসে তর্ক আরম্ভ হইলে খেলার সময় পৰ্যন্ত তাহার জের চলিত। যুক্তি ও বিচার সাহায্যে। প্রত্যেক জিনিষ খণ্ড খণ্ড করিয়া বিশ্লেষণ করা এখন ফ্লষ্টতেই তাহারঅভ্যাস হইয়াছিল। বলু-কহায়! কেহ তাঁহার সমকক্ষ’ ছিল না: রহস্য বিন্দ্রীপে, আমোদ প্রমোদে, ক্ৰীড়ায় সঙ্গীতে, সকল বিষয়েই তিনি