পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V8 স্বামী বিবেকানন্দ Sમ શ્રેજી সমান অগ্ৰণী ছিলেন। তঁহার সিংহুবিক্রমে সকলে যেন তটস্থ থাকিত। কলেজে প্রবিষ্ট হইয়াও তিনি পূর্ববৎ নূতন একটা কিছু শুনিতে বা করিতে পারিলে তৎক্ষণাৎ সেইদিকে ছুটিতেন। কিন্তু স্কু পড়িবার সময় যেমন অধিকাংশ • কালই ক্রীড়ামগ্ন থাকিতেন। কলেজে পড়বার সময় সেরূপ ছিলেন না। কলেজ-জীবনে তিনি খুব অধ্যয়ন-রাত হইয়াছিলেন। কিন্তু সে অধ্যয়ন শুধু কলেজ-পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ ছিল না । নভেল, নাটক, মাসিক পত্রিকা, খবরের কাগজ ও সাময়িব রচনাদির প্রতি র্তার খুব ঝোঁক ছিল। তা ছাড়া গণিত, ইতিহাস, কাব্য, সাহিত্য এবং প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকারের দর্শনই বিশেষ মনোযোগের সহিত আয়ত্ত করিয়াছিলেন। “ শিক্ষা সম্বন্ধে । তাহার ধারণা অতি বিস্তৃত ও উদার ছিল। একবার একজন সহপাঠী তীহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, পরীক্ষার জন্য তিনি গ্ৰন্থ করেন। না কেন । তিনি উত্তর করিয়াছিলেন—“পরীক্ষাটা किछूई * নয়, পাশ করাই ত, জীবনের উদ্দেশ্য নয়। আর পাশের জন্য পড়া মুখস্থ করা মানে শুধু স্মরণশক্তির অপব্যবহার করা। পাশটা শুধু করিতে হইবে বলিয়া যতটুকু 'পড়া দরকার তাঁহাই করা উচিত।” তিনি বলিতেন, ‘এখনকার ছাত্রদের লক্ষ্য জ্ঞানার্জন নয়, তাই দেখি “ডিগ্ৰী’টা পাবার সঙ্গে সঙ্গেই পড়াশুনার শেষ। প্রকৃত জ্ঞানলাভ কাহাকে বলে, তাহার উদ্দেশ্য কি-ও চরিত্রের উপর তাহার প্রভাব । কতদূৱ-এ সম্বন্ধে এ দেশের ছাত্রদের বেশ পরিষ্কার ধারণা হওয়া উচিত।’ এ বিশ্বাস তার শেষ পৰ্য্যন্ত ছিল এবং শেষ পৰ্য্যন্ত তিনি প্রতিদিন নিজের পাঠ্যবিষয় স্থির করিয়া মনোযোগের সহিত অধ্যয়ন করিতেন । .့် . هنر بن عب: ډ কলেজে অধ্যয়ন কালে তিনি যে সকল বিষয় আয়ত্ত করিবার জন্য