পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wy স্বামী বিবেকানন্দ', . . ن» SS श्र७ বাটীতে আসিলে আমি སྨོས་ན་མི་ বাঙ্গলা পাঠ্য পুস্তকগুলি তঁহার নিকট আনয়ন করিয়া কোন পুস্তকের কোথা হইতে কতদূর পর্যন্ত সেদিন আয়ত্ত করিতে হইবে তাহা তঁহাকো দেখাইয়া দিয়া যাদৃচ্ছি শয়ন বা উপবেশন করিয়া থাকিতাম। মাষ্টার মহাশয় যেন নিজে পাঠাভ্যাস করিতেছেন এইরূপ ভাবে পুস্তকগুলির ঐ সকল স্থানের শব্দ, অর্থ সকল বিষয় দুই তিনবার আবৃত্তি করিয়া চলিয়া যাইতেন। উহাতেই ঐ সকল আমার আয়ত্ত হইয়া যাইত।” বড় হইয়া তিনি পরীক্ষার দুই তিন মাস মাত্ৰ থাকিবার কালে নির্দিষ্ট পাঠ্যপুস্তক সকল আয়ত্ত করিতে আরম্ভ করিতেন ; অন্য, স্কুষ্ট্রে ভূপেন অভিরুচিমত 'অন্য পুস্তক সকল পড়িয়া কাল কাটাহঁতেন। স্ট্ররূপে গ্ৰবেশিকা পরীক্ষা দিবার পূর্ব তিনি ইংরাজী ও বাঙ্গালার সমগ্ৰ সাহিত্য ও অনেক &ঐতিহাসিক গ্ৰন্থ পাঠ করিয়াছিলেন।ণ ঐহ্মপ করিবার ফলে কিন্তু ཞིག་ལས་ দুবৰ্হিত পূৰ্ব্বে তীহাকে কখনও কখনও অত্যধিক পরিশ্রম করিতে इंहेड অশিদিগের স্মরণ আছে, একদিন তিনি পূৰ্ব্বোক্ত কথা প্রসঙ্গে ऑगर्षिक বলিয়াছিলেন ‘প্ৰবেশিক পুব্লীক্ষা আরম্ভের দুই তিন দিন মাত্র থাকিতে দেখি, জ্যামিতি কিছুমাত্র আঁয়ত্ত হয় নাই ;

তখন সমস্ত রাত্রি জাগিয়া উহা পাঠ কুরিতে লাগিলাম এবং চব্বিশ ৮ ঘণ্টায় উহার চারিখানি পুস্তক আয়ুক্ত কঁরিয়া পরীক্ষা দিয়া আসিলাম।”

ঈশ্বরেচ্ছায় তিনি দৃঢ় শরীর ও অপূৰ্ব্ব মেধা প্রাপ্ত হইয়াছিলেন বলিয়াই পাঠানুশীলনে প্ৰবৃত্ত श्या. चर्षि এই মেধাশক্তি নী স্ত্রর বিশেষ সত্বর স্মৃতিপথে পুনরুদিত করিতে পারিতেন। তা’ ছাড়া এতািজন্ন