পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• Vbr স্বামী বিবেকানন্দ ** ఇN তিনি প্ৰকৃত বীর বলিয়া সম্মান করিতেন এবং নৈপোলিয়ানের সেনাপতিদিগের মধ্যে ‘মার্শাল নে'-কে খুব উচ্চাসন প্ৰদান করিতেন। দুৰ্বলতাকে তিনি অন্তরের সহিত ঘূণা করিতেন, বিশেষতঃ যখন

      • ”ح سم rعہ یعحصیص= سع..........ے ہییسے

হার ইতিহাস-প্রজ্ঞান এই সকল বীরবৃন্দের চিত্র তাহার কল্পনার সম্মুখে আনিয়া ধরিত। শক্তিসঞ্চয়ই যে মহৎ কাৰ্য্যের দ্বারস্বরূপ ইহা তিনি জ্ঞানেন্মেষের সঙ্গে সঙ্গেই উপলব্ধি করিয়াছিলেন। কিন্তু তিনি শুধু অপরাপর দেশের ইতিহাস পাঠেই পরিতুষ্ট ছিলেন না। ভারতবর্ষের ইতিহাস ও ইতিহাস প্ৰসিদ্ধ ব্যক্তিগণের সহিত তিনি এত ঘনিষ্ঠ ভাবে পরিচিত ছিলেন যে, বোধ হইত যেন সকলই স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছিলেন। গুপ্তবংশীয় হিন্দুনুপতি ও মোগল বাদশাহগণের কীৰ্ত্তিকাহিনী বুর্ণনা করিতে করিতে তিনি সময়ে সময়ে আত্মবিশ্বত হইয়া পৃক্লিত্যুেম্ন। উক্তত্ত্বকালে যখন তিনি সন্ন্যাসীৰ বেশে সমস্ত ভারতভূমি পরিভ্রমণ করিয়াছিলেন তখন এই সব প্রাচীন কাহিনী, সেই বহুবর্ষাতীত ইতিহাসের স্মৃতি-বিজড়িত স্থানসমূহ-সন্দর্শনের সহিত যুগপৎ তাহার স্মৃতিঋথারূঢ় হইয়া ভারতের বিগত গৌরবের কল্পনাময়ী মূৰ্ত্তির নিকট তাহার হদয়কে ভক্তি ও শ্রদ্ধায় অবনত করিয়া ফেলিত এবং ভাবোম্বেলিত হৃদয়ে তিনি নিরীক্ষণ যেন ঐ সব অতীত গৌরব শুধু ভারতের ভবিষ্যৎ গৌরবের প্রতি অঙ্গুলিসঙ্কেত করিতেছে। যুবক মাত্রেই সাধারণতঃ কাব্যানুরাগী হইয়া 'থাকেন। নরেন্দ্রও পঠদ্দশায় কবিতার অতিশয় ভক্ত ছিলেন। ভাষা ও ভাবের সৌন্দর্ঘ্যে wordsworthাকেই তিনি কাব্যগগনের ধ্রুবতারা বলিয়া স্থির করিয়াছিলেন এবং উক্ত কবির উচ্চভাবপুর্ণ কবিতার অধিকাংশ স্থলই, তাহার কণ্ঠস্থ ছিল। তিনি ছন্দোঝঙ্কারপূর্ণ শব্দবিন্যাস মাত্ৰকেই, কবিতা । মনে করিতেন না। র্তাহার ধারণা ছিল প্রকৃত কাব্য, বৃহত্ত্বৰ্গ ক্লিত