পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাস্থ্যবিজ্ঞান । فسواهم প্রভৃতি প্ৰস্তরময় ভূমি । কৰ্দম রহিত বালুকা প্রস্তরময় কিম্বা চাখড়িময় ভূমিও স্বাস্থ্যকর । বিশুদ্ধ বালুকাময় ভূমি স্বাস্থ্যকর। ধাতব ও ঔদ্ভিদ পদার্থ এবং কর্দম মিশ্রিত বালুকা ভূমি অস্বাস্থ্যকর। এলুভিয়েল সয়েল (alluvial soil ) বা পললময় ভূমি সৰ্ব্বদা আদ্র ও ঔদ্ভিদ পদাৰ্থ পূর্ণ সুতরাং অস্বাস্থ্যকর। উত্তমরূপে কৰ্ষিত ভূমি স্বাস্থ্যকর,কিন্তু ধান্য ক্ষেত্ৰ অর্গানিক পদার্থের ও জলীয় বাম্পের আধিক্য বশতঃ অনেক সময় অস্বাস্থ্য করা হয় । R 1 g6 3 AFFITTțGzRSSi ( vegetation )-বৃক্ষশ্রেণী রৌদ্রের তাপ নিবারণ, ভৌমজল আকর্ষণ এবং ম্যালেরিয়া নিবারণ করে। ইউকেলিপটাস গ্লবিউলাস প্রভৃতি বৃক্ষ কর্তৃক ভৌমজল অতি শীঘ্ৰ আকৃষ্ট ও বাষ্পীভূত হয় । এই হেতু ইউকেলিপটাস-বৃক্ষ শোভিত ম্যালেরিয়া-ভূমি ৪৫ বৎসরে স্বাস্থ্যকরা হইয়া উঠে। তৃণসমাচ্ছন্ন ঢালু ভূমি শীতল ও স্বাস্থ্যকর। ম্যালেরিরাক্রান্ত স্থানের দিকে উচ্চ বৃক্ষশ্রেণী থাকিলে, ম্যালেরিয়া-বায়ুর গতিরোধ হয়। কিন্তু বাসগৃহের অতি সন্নিকটে অতি উচ্চ বৃক্ষশ্রেণী থাকিলে বায়ু ও আলো সমাগমের ব্যাঘাত জন্মে । ৩ । তাপ শোষন—“বােরা” বালুকাময় ভূমি অত্যন্ত সূৰ্য্যতপ্ত হয় ; তন্নিবন্ধন বায়ু অত্যুষ্ণ ও অস্বাস্থ্যকর হয়। ভৌম তাপের সঙ্গে রোগ বুদ্ধির ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। লুইস কনিংহামের মতে এপ্রিল ও নবেম্বর মাসে কলিকাতা-ভূমির তাপ ৬ ফুট নিম্নে ৭৮-'৭৯%, এবং ঐ সময়েই ওলাউঠার প্রকোপ অধিক । তাপের সঙ্গে ম্যালেরিয়া ও এপিডেমিক ডায়েরিয়ার সম্বন্ধের কথা ইতিপূর্বেই বলা হইয়াছে। গাঢ় কৃষ্ণবৰ্ণ ভূমি অতিশয় সুৰ্য্য তপ্ত হয় । ৪ । আলো প্রতিফলন বা রিফুেকৃশন অব লাইট (reflection of light)-শ্বেতবর্ণ ও চাকচিক্যবিশিষ্ট ভূমিতে সুৰ্য্যালোক ও সুৰ্য্যোত্তাপ প্ৰতিফলিত হয়। ঈদৃশ ভূমি অতি উষ্ণ ও অস্বাস্থ্যকর, বিশেষতঃ চক্ষুর অনিষ্টকারী । এরূপ স্থানে গৃহ নিৰ্ম্মাণ করিতে হইলে দেয়াল ঈষৎ নীল কিম্বা সবুজ বর্ণেরঞ্জিত করা উচিত।