পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S Q& স্বাস্থ্যবিজ্ঞান । রাখিয়া লেখা পড়া করা উচিত ; তাহা হইলে , হস্তের ছায়া পড়িয়া লেখা পড়ার ব্যাঘ্যাত জন্মায় না । (৪) সুরক্ষিত কুপ বা পুষ্করিণীর জল শোধন পূর্বক পান করিবার ব্যবস্থা করা উচিত। কূপ ও পুষ্করিণী প্রভৃতির জল যাহাঁতে দূষিত না হয় তৎপ্রতি বিশেষ দৃষ্টি রাখা একান্ত কৰ্ত্তব্য। মুহুরী প্রভৃতি পরিষ্কার রাখিবার জন্য জলের ব্যবস্থার প্রয়োজন । বাড়ীতে জলের কল আনিতে হইলে কোন নর্দামা, গ্যাস-নল কিম্বা ময়লা স্থানের নিকট দিয়া নল আনয়ন করা উচিত নহে । অনেক স্থলে অনিষ্টকর পদাৰ্থ নর্দামা বা গ্যাস-নলের ছিদ্ৰ দিয়া নিৰ্গত হইয়া ভগ্ন জলনলের ছিদ্ৰ দিয়া জলে প্ৰবেশ করে । (৫) সাহেবের প্রত্যেকে গড়ে প্রতিদিন ২॥০ আউন্স ठळ ॐ 8 ० আউন্স মুত্র এবং দেশীয় প্রত্যেকে গড়ে ১২ আউন্স মল ও ৭ই আউন্স মুত্ৰ ত্যাগ করে। যে বঙ্গীয় নগরে ৪ লক্ষ লোকের বাস, তাহাতে প্রতিদিন ৩ লক্ষ পাউণ্ড মল ও ১৮৭৫০ গ্যালন মূত্র পরিত্যক্ত হয়। এই অপৰ্যাপ্ত মল মূত্র রাশি নিত্য স্থানান্তরিত করা আবশ্যক । মল মুত্র স্থানান্তর করণের দুইটী প্রণালী আছে, ওয়াটার মেথড। (water method) 3 Sãî3 2țieițăÌ ggr মেথড। (dry method) বা শুষ্ক প্রণালী । জলীয় প্ৰণালী অনুসারে ড়ে,ণের পায়খানা প্রস্তুত করিয়া সদর রাস্তার সুয়ারের সঙ্গে যোগ রাখা হয়। চৌবাচ্চা হইতে সবেগে নিক্ষিপ্ত জলের স্রোতে মল ধৌত হইয়া সুয়ারে পতিত হয়। এই প্রকার পায়খানা অতি পরিষ্কার ও গন্ধহীন থাকে বটে, কিন্তু অত্যন্ত ব্যয়সাধ্য বলিয়া বড় বড় মিউনিসিপালিটী ভিন্ন অন্যত্র এই প্ৰণালী অবলম্বিত হইবার কোন উপায় নাই । ইহাতে কেবল ব্যয় অধিক তাহা নহে, কিন্তু বিপদও অনেক । যদি ড়ে,ণ সম্পূর্ণরূপে পরিষ্কৃত করিবার উপায় না অবলম্বিত হয়, সুয়ার গ্যাস রাস্ত হইতে গৃহে প্রবেশ করিবার পথ। যদি রুদ্ধ না থাকে, অথবা ড়ে,ণ-নলে যদি ছিদ্র থাকে, তাহা হইলে সুয়ার গ্যাস নিকটবৰ্ত্তী গৃহের বায়ুতে কিম্বা পানীয় জলের নলে প্রবেশ করিয়া ডিপ’ থিরিয়া, টাইফয়েড ফিবার প্রভৃতি উৎকট রোগ উৎপাদন