পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টেঞ্চিং সিসটেম্। Σ, ο Φζ যাহাঁদের সঙ্গতি আছে তাহারা ইষ্টক নিৰ্ম্মিত সিমেণ্ট করা চাতালের উপর গামলা রাখিবেন এবং বসিবার স্থানে, ফোকরের সম্মুখে, প্রস্রাব ও শৌচ-জল নিঃসরণের জন্য একটী মুহুরী প্ৰস্তুত করিয়া মুহুরীর মুখে একটী গামলা রাখিবেন । র্যাহাঁদের তত সঙ্গতি নাই, তা হারা বাসগৃহ হইতে কিঞ্চিৎ দূরে অগভীর গর্ত খনন করিয়া মল ত্যাগ ও মৃত্তিকা দ্বারা মল আবৃত করিতে পারেন। গৰ্ত্ত পূর্ণ হইলে তদুপরি শাক সবজি রোপণ করিয়া অন্যত্ৰ গৰ্ত্ত খনন করা উচিত। দূরস্থিত মাঠে পরিত্যক্ত মল মৃত্তিকা, বায়ু ও রৌদ্র সংযোগে অতি শীঘ্ৰ বিশোধিত হয় । টে, ફિ সিসটেম্ ( trenching system) agric3 | T 27 মৃত্তিকায় প্রোথিত করিতে হয়। (১) নদী কুপ পুষ্করিণী প্রভৃতি হইতে বহুদূরে এবং বর্ষা-জলের Sá fî Ni3. Tai C3 (above high water level ), টেঞ্চিৎ গ্ৰাউণ্ড ( trenching ground ) বা পগার-ভূমি নিৰ্ব্বাচন করা উচিত। ভূমির অন্ততঃ তিন ফুট নিম্ন পৰ্যন্ত যাহাতে অনান্দ্র থাকে এরূপ জল নিকাশের বন্দোবস্ত বা ড়েণের ব্যবস্থা করা আবশ্যক ; নতুবা ভূমি আদ্র হইলে ডাই মেথডের সমুদয় উদ্দেশ্য ব্যর্থ হয়। (২) এক এক ফুট অন্তরে ২৪ ফুট দীর্ঘ, ৪ ফুট প্রশস্ত, এবং ১২ ফুট গভীর এক একটী টে,ঞ্চ বা পগার খনন করিতে হইবে। এইরূপ একটী টে,ঞ্চ ২০০০ ব্যক্তির মল ধারণ করিতে পারে। (৩) ট্ৰেঞ্চের অৰ্দ্ধেক বা ৯ ইঞ্চি পৰ্য্যন্ত মলে পূর্ণ করিয়া। তদুপরি ৯ ইঞ্চি শুষ্ক মৃত্তিকা নিক্ষেপ করিতে হইবে। (৪) মল মিশ্রিত মৃত্তিকা সারাল মৃত্তিকায় পরিণত হইলে তদুপরি পাট, নীল, ইক্ষু, কলা ও শরিষা প্রভৃতি বৃক্ষ এবং কপি, শালগম, সীম প্রভৃতি শাক তরকারী রোপণ করিতে হইবে। প্ৰায় তিন মাস পরে সমুদয় মল কাল সারাল মৃত্তিকায় পরিণত হয় ; এবং ২/৩ ফসলের পর ঐ মৃত্তিকা টোঞ্চিং কাৰ্য্যে ব্যবহৃত হইতে পারে। (৫) পায়খানার মল মৃৎভাণ্ডে না লইয়া আলকাত্ৰা মাখান কাষ্ঠ বালতিতে সংগ্ৰহ করিয়া লৌহ শকটে নিক্ষেপ করিতে হইবে, এবং ঐ শকট যোগে টেঞ্চিং গ্ৰাউণ্ডে লইয়া যাইতে হইবে। (৬) জল বায়ুর বিশুদ্ধতা রক্ষণ—যে সমুদয় কারণে বাসভূমির জল ও বায়ু দূষিত হয় তাহা ইতিপূৰ্ব্বে বলা হইয়াছে। পুষ্করিণী কিম্বা কূপের জল