পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YNee seis l পরিচছদ । বাহিরের শীতাতপ হইতে শরীর রক্ষা করা এবং শরীরের আভ্যন্তরীণ তাপ-ক্ষয় নিবারণ করা পরিচ্ছদের প্রধান উদ্দেশ্য। শোভাবৰ্দ্ধন অন্যতম উদ্দেশ্য হইতে পারে ; কিন্তু প্রথমোক্ত দুইটী উদ্দেশ্য যাহাতে সুসিদ্ধ হয়, এবং যাহাতে অঙ্গ প্রত্যঙ্গ সমূহের ক্রিয়ার কোন ব্যাঘাত না হয় তৎপ্রতি দৃষ্টি রাখিয়া পরিচ্ছদ পরিধান করা কীৰ্ত্তব্য। প্রথম পরিচ্ছেদ । বস্ত্রের গুণাগুণ । (১) উষ্ণতা-বস্ত্রের বাস্তবিক কিছু উষ্ণতা বা শীতলতা নাই। যে বস্তুর তাপ পরিচালন শক্তি অধিক এবং যাহার মধ্য দিয়া দেহের তাপ শীঘ্ৰ নিৰ্গত হষ্টয়া পড়ে এবং বাহিরের বায়ুর শৈত্য অনুভূত হয়, সেই বস্ত্ৰই “শীতল”। ইহার বিপরীত গুণবিশিষ্ট বস্ত্ৰ “উষ্ণ”। সৰ্ব্বাপেক্ষা অধিক তাপ-পরিচালক জুট ও লিনেন, তৎপর কার্পাস তৎপর রেশম, এবং সর্বাপেক্ষা অল্প তাপ। পরিচালক পশম । কৃষ্ণবর্ণ বস্ত্রের তাপ শোষণ শক্তি অধিক, এইজন্য কৃষ্ণৱৰ্ণ বস্ত্ৰ উষ্ণ ; শ্বেতবস্ত্ৰ এই শক্তির অল্পতাবশতঃ শীতল । (২) জল শোষকতা-ঘৰ্ম্ম যত বাষ্পীভূত হইয়া উড়িয়া যায়, ততই চৰ্ম্মের তাপ ক্ষয় হয়। যে বস্ত্ৰ শীঘ্ৰ ঘৰ্ম্ম শোষণ করিয়া এই ইভেপরেশন নিবারণ করে, তন্দ্বারা দেহের তাপক্ষয় ও সর্দি নিবারিত হয়। পশমের এই Y Vo