পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S& O স্বাস্থ্যবিজ্ঞান । রোগের বৃদ্ধি হয়। সেই সময় মস্তিষ্কের উপর উৎপীড়ন হইলে নানা প্রকার নার্ভাস ডিজিজ জন্মিবার সম্ভাবনা | (১১) শারীরিক বিকাশের সঙ্গে মানসিক বিকাশের সম্বন্ধ আরও নিকটতর। সপ্তমবর্ষে দ্বিতীয় দন্তোদগম বা সেকেণ্ড ডেন্টিশন (second dentition) কালে নার্ভাস সিসটেম উত্তেজিত হয় । সেই সময় অধ্যয়ন হ্রাস ও মুক্ত বায়ুতে ব্যায়াম করিতে দেওয়া উচিত । কিন্তু যৌবনের প্রারম্ভেই বিশেষরূপে সাবধান হওয়া কৰ্ত্তব্য। এই সময়ে শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে নার্ভাস সিস্টমেরও বিকাশ হয়, এবং এপিলেপিসি, হিষ্টিরিয়া প্ৰভৃতি রোগের সূত্রপাত প্ৰায় এই সময়েই হইয়া থাকে। কোন কোন স্থানে দেখিতে পাওয়া যায়, কোন বালক বা বালিকা অকস্মাৎ বাড়িয়া উঠিয়াছে এবং পূর্বের ন্যায় পাঠাভ্যাস করিতে পারিতেছে না । শিক্ষক অনেক পীড়াপীড়ি করেন, কিন্তু তঁাহার সমুদয় চেষ্টা বিফল হয়। এই সময়ে পাঠের জন্য পীড়াপীড়ি না করিয়া কিছুকাল পাঠ স্থগিত রাখা কৰ্ত্তব্য। বালিকাদিগকে ঋতুকালে কিছুতেই পাঠের জন্য পীড়াপীড়ি করা কিম্বা বিদ্যালয়ে যাইতে দেওয়া উচিত নয়। কোন প্রকার রক্তপাত হইলে চিকিৎসকেরা সম্পূর্ণ বিশ্রামের ব্যবস্থা করেন ; আর এই স্নায়বীয় উত্তেজনা ও জরায়ুর রক্তপাতের সময় বালিকাদিগকে কোন বিধি অনুসারে যান আরোহণ, দ্রুত পদ চালন প্রভৃতি করিতে দেওয়া হয়, তাহা বুদ্ধির অগম্য। এই সময়ে অন্ততঃ ৪ দিন সম্পূর্ণরূপে বিশ্রাম দেওয়া উচিত। এই নিয়ম লঙ্ঘনবশতঃ কত বালিকা ডিসমেনরিয়া (dysmenorrhoea) প্রভৃতি জরায়ুরোগে আজীবন কষ্ট ভোগ করিয়া থাকে ।