পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অকাল সহবাসের ফল । SSG আস্তাবলের সন্নিকটে থাকা উচিত নয় ; অশ্ববিষ্ঠায় ধনুষ্টঙ্কারের ব্যাসিলাস । থাকে। গ্রীষ্ম কালে অগ্নিকুণ্ড প্রজালিত করিবার কোন প্রয়োজন নাই । শীতকালে রাত্রে গৃহের বায়ু উত্তপ্ত করিবার জন্য কাষ্ঠাঙ্গারের অগ্নি প্ৰজ্বলিত করা যাইতে পারে, কিন্তু দূষিত বাষ্প নিৰ্গমনের উপায় রাখিতে হইবে । উত্তপ্ত ও নূতন মৃত্তিকা নিৰ্ম্মিত ভিত্তি হইতে অনেক দূষিত বাষ্প উত্থিত হয়, এই কথা স্মরণ রাখা কৰ্ত্তব্য । অৰ্দ্ধদগ্ধ কাষ্ঠের ধূমে অনেক শিশুর চক্ষু - রোগ হয় । অতএব সুতিকাগারের উন্নতি সাধন করিতে হইবে । গর্ভাবস্থায় প্ৰসুতির “আটে কাঠে উঠিতে নাই”, “এক অন্ধকারে যাইতে নাই”, ইত্যাদি সুনিয়ম ধৰ্ম্মোপদেশের ন্যায় পালন করা কীৰ্ত্তব্য । গাড়ী পাল্কী আরোহণ করিয়া অনেক প্ৰসুতিকে বিপদগ্ৰস্ত হইতে দেখা গিয়াছে। ভয় প্রাপ্ত। প্রস্থতিদের সন্তানেরা কনভলশন প্রভৃতি স্নায়বীয় রোগে আক্রান্ত হওয়ার অনেক দৃষ্টান্ত পাওয়া যায় । ২ । বিবাহ-পার্কসের মতে অকাল সহবাস অনিষ্টকর। যৌবনারান্তে অস্থিসমূহ দৃঢ়ীভূত ও সংযোজিত হইতে আরম্ভ হয়, এবং স্নায়ু ও মাংসপেশীসমূহ পরিপুষ্ট ও বিকাশ প্রাপ্ত হইতে থাকে। পার্কস বলেন অকাল সহবাস নিবন্ধন এই বিকাশ অত্যন্ত প্ৰতিহত হয়, এবং বলবীৰ্য্যের হানি বশতঃ আজীবন স্বাস্থ্য ও সুখ লাভের সম্ভাবনা থাকে না। আমাদের দেশে বৈজ্ঞানিক প্রণালীতে এ বিষয় কোন অনুসন্ধান হয় নাই। ডাক্তার দয়ালচন্দ্ৰ সোম রায় বাহাদুর কেবল মাত্র ২১ জন। এয়োদশ বর্ষের নিম্ন বয়স্ক প্ৰসুতির কথা উল্লেখ করিয়া বলিয়াছেন, “তন্মধ্যে ৫ জনের সহজে, ৫ জনের কষ্টে, ও ৫ জনের যন্ত্রের সাহায্যে প্রসব হয়,এবং ৬ জনের সন্তান গর্ভেই বিনষ্ট হইয়া যায়। র্তাহীদের অধিকাংশ প্রথম প্রসবের পর এক রকম সুস্থ ছিল ; কেবল ২ জন জ্বারাক্রান্ত হইয়া দুর্বল ও এনিমিক হইয়াছিল, কিন্তু অবশিষ্ট অনেকেই দ্বিতীয় কি তৃতীয় প্রসবের পর নানা প্রকার রোগে আক্রান্ত হইয়াছিল । আমি স্বচক্ষে দেখিয়াছি তাহাঁদের ৫ জন জ্বর ও উদরাময়ে ভুগিতে ভুগিতে পার্লিসাস এনিমিয়ায় (permicious anaemia) মানবলীলা সম্বরণ করিয়াছে এবং ২ জনের যক্ষ্মারোগে মৃত্যু হইয়াছে। তাঁহাদের নবজাত শিশুকে প্রথমতঃ ক্ষীণকায় দেখাইত না, কিন্তু পরে তাহারা ভালরূপ বদ্ধিত হয় নাই ।