পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SNSS সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান | ভাব, যাহা যাহা সকলের পক্ষে সাধারণ ও অপরিহার্য্য, তাহদের বৈগুণ্য হেতু সকলেই যুগপৎ এক লক্ষণাক্রান্ত ব্যাধির দ্বারা আক্রান্ত হয় এবং মুহুর্মুহু বহুতর লোক ভূলোকচু্যত হওয়াতে জনপদ প্রায় নিৰ্ম্মনুষ্য হইয়া যায়। সেই সকল সাধারণ ভাব এই ; যথা, বায়ু, উদক, দেশ ও কাল।” এই সমুদয় কারণজনিত মৃত্যু অকাল মৃত্যু নামে অভিহিত হইয়াছে, এবং হিতকারী পথ্যাহার, ভীতি বিসর্জন, দেবাৰ্চনা, উদ্ধংসগ্রস্ত জনপদ ত্যাগ ইত্যাদি, এই অকাল মৃত্যু নিবারণের উপায় বলিয়া নির্দিষ্ট হইয়াছে। অতএব চেষ্টা দ্বারা যে কোন কোন রোগ নিবারিত হয়, এই বিশ্বাস অতি প্রাচীন। যে রোগ চতুর্দিকে ব্যাপ্ত হইবার কারণ অনেকটা জানা গিয়াছে এবং যাহার প্রিভেণ্টিব ল ডিজিজ ব্যাপ্তি নানা উপায়ে নিবারিত হইতে পারে, তাহার নাম W. W. প্রিভেণ্টিবল ডিজিজ বা নিবাৰ্য্য রোগ। এই সমুদয় রোগোৎপত্তির কারণ দুই প্রকার, (১) প্ৰিডিস্পোজিং কাজ বা আভ্যন্তরিক কারণ, (২) একৃসাইটিং কজ বা বাহ্যিক কারণ। যে সমুদয় কারণে দেহ সহজে রোগাক্রান্ত হইবার উপযোগী অবস্থা প্ৰাপ্ত হয়, তাহাকে প্রিডিম্পোজিৎ কাজ কহে । যে সমুদয় পদার্থ খাদ্য পানীয় কিম্বা নিশ্বাসের সঙ্গে বাহির হইতে দেহের অভ্যন্তবে প্রবেশ করিয়া রোগ জন্মায়, তাহাকে এক্সাইটিং কাজ কহে। নিবাৰ্য্য শ্ৰেণীয় রোগের মুখ্য কারণ অনেক স্থলে মাইক্রোব বা উদ্ভিদণু। প্ৰথম পরিচ্ছেদ । মাইক্রোবের ক্রিয়া ও ইমিউনিটি। পণ্ডিতদের গবেষণায় স্থিরীকৃত হইয়াছে যে কতিপয় সূক্ষ্মাণুস্তক্ষ্ম অণুবীক্ষণদৃশ্য (microscopic) সজীব পদাৰ্থ অবস্থা বিশেষে জীবদেহে প্ৰবেশ করিয়া অনেক সময় নানাবিধ ঝাইমোটিক বা নিবাৰ্য্য রোগ উৎপাদন করে। এই পদার্থের নাম মাইক্রোব (microbe) বা ব্যাকটিরিয়া (bacteria)