পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y\98 সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । টরিয়া জীবদেহে প্রবেশ করিয়া ইহার পোষণোপযোগী পদার্থ গ্রহণ ও নিঃশেষ করে। সুতরাং ব্যাক্টরিয়ার প্রথম আক্রমণে দেহ রক্ষণ পাইলে, তৎপরবর্তী আক্রমণের সময় ব্যাক্টরিয়া ঐ পোষণোপযোগী পদার্থের অভাবে দেহে বৰ্দ্ধিত না হইয়া বিনষ্ট হয়। এই মতের নাম “একৃজশ্চন friefs.” (Exhaustion theory) दा নিঃশেষ মত । কিন্তু আন্থাক্স রোগে মৃত খরগোশের মাংস যুষে আন্থ,াক্স ব্যাসিলাস মিশ্রিত করিলে অতি শীঘ্র রাশি রাশি ব্যাসিলাস উৎপন্ন হয়। তবে ব্যাক্টরিয়ার পোষণোপযোগী পদার্থ নিঃশেষিত হইল কোথায় ? (২) ক্লাইন প্রমুখ পণ্ডিতেরা বলেন, এক দিকে যেমন ব্যাকটিরিয়া দেহে প্ৰবেশ করিয়া বিষ উৎপাদন করে, অন্য দিকে দেহ হইতে এক প্রকার বিষ নিৰ্গত হইয়া ব্যাক্টরিয়া ও ব্যাক্টরিয়ার বিষ বিনাশ করে। এই নবোৎপন্ন বিষ দেহে থাকিয়া ভবিষ্যতে সংক্ৰামক রোগের আক্ৰমণ হইতে দেহকে রক্ষা করে। এই মতের নাম “য়্যাণ্টিডেট থিওরি” বা “বিষে বিষক্ষয়” মত। (৩) মেটাসনিকফ প্রমুখ পণ্ডিতেরা ফ্যাগোসাইটােসিস থিওরি বিশ্বাস করেন। তাহারা বলেন, যে সমস্ত ফ্যাগোঁসাইট ব্যাক্টরিয়াকে পরাস্ত করিয়া ইহাদের বিষ বিনাশ করিাফালুস্ট্রন্সি বার শক্তি প্রাপ্ত হয়, তাহারা অতি শীঘ্ৰ বৃদ্ধি প্রাপ্ত হইয়া সমুদয় দেহে ব্যাপ্ত হয়। পরাভূত ব্যাক্টরিয়ার স্বজাতীয় ব্যাক্টরিয়া-দল যদি দেহে পুনঃ প্রবেশ করে, তাহা হইলে বিষনাশক-শক্তি-প্রাপ্ত প্রাচীন বীরদের বংশধর নূতন ফ্যাগোসাইট দল কর্তৃক পরাভূত হয়। উপরোক্ত সমুদয় মতের মধ্যেই সত্য রহিয়াছে, এবং এই তিন প্রকার মতেরই উপরে টীকা প্ৰথা প্রতিষ্ঠিত। সমুদয় সংক্ৰামক রোগ সম্বন্ধে ইমিউনিটি মত খাটে না । মুখে একবার এরিসেপেলাস হইলে দ্বিতীয়বার হইবার খুব সম্ভাবনা থাকে । একৃজশ্চন থিওরি ফ্ল্যা"িণ্টডোটি খিাওরি।