পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । মাইক্রোবের ধৰ্ম্ম । (১) ইহারা উদ্ভিজ্জাতীয় ; তাই ইহাদের নাম উদ্ভিদণু । (২) ইহারা অণুবীক্ষণ ব্যতীত দৃষ্ট হয় না বলিয়া মাইক্রোব নামে অভিহিত । (৩) ইহাদের আকার সাধারণতঃ নেইল ইঞ্চি, কিম্বা ভদপেক্ষাও সূক্ষ্ম । (৪) ইহাদের আকার কখনও গোল, কখনও ডিম্বের ন্যায়, কখনও খৰ্ব্ব যষ্টির ন্যায়, কখনও দীর্ঘ যষ্টির ন্যায়, এবং কখনও বা স্কু প্যাচের ন্যায়। আকার অনুসারে ইহাদের চারি প্রকার শ্রেণী বিভাগ ; যথা গোলাকার বা ডিম্বাকার ( e ) মাইক্রোককাস (micrococcus), খর্ব যষ্টির আকার ( . ) ব্যাকৃটিরিয়া (bacteria),দীর্ঘ যষ্টির আকার (} ) 35tfiti (bacillus), এবং স্কু প্যাচের আকার (S) স্পাইরিলা (spirilla) { (৫) ইহাদের বাহ্য আবরণ সেলিউলেজ (Cellulose), এবং অভ্যন্তরে প্রোটােপ্লাজম (protoplasm)। এই সেলিউলেজ আবরণ ফ্ল্যাসিড কিম্বা য়্যাল্কালি দ্বারা বিনষ্ট হয় না । (৬) কোন কোন মাইক্রোব সচল, এবং কোন কোন মাইক্রোব অচল । (৭) ইহাদের জনন প্রণালী দুই প্রকার, ফিশন (fission) প্ৰণালী, ও স্পোর ফমেশন (spore-formation) প্ৰণালী। কলেরার ব্যাসিলাস । প্রথমতঃ দুই ভাগে বিভক্ত হয়, এবং ইহার প্রত্যেক অংশ একটি স্বতন্ত্র ব্যাসিলাস হইয়া পুনর্বাের দুই ভাগে বিভক্ত হয়। এই পুনঃ পুনঃ বিভাজন প্ৰণালীকে ফিশন প্রণালী কহে। যক্ষ্মার টিউবার্কিল ব্যাসিলাসের সূক্ষ্ম সুক্ষ্ম