পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । وفي (NS لاح স্পোর (spore) বা বীজ হয় ; এই বীজ ক্রমশঃ বৃদ্ধি প্রাপ্ত হইয়া ব্যাসিলাস হয় এবং ইহাদের জনক ব্যাসিলাস লয় প্রাপ্ত হয়। (৮) যে সমুদয় মাইক্রোব পীড়া উৎপাদন করে তাহাদিগকে প্যাথজেনিক (pathogenic) বলে ; যাহাঁদের সেই শক্তি নাই, তাহারা ননপ্যাথজেনিক (non-pathogenic)নামে অভিহিত । নন-প্যাথজেনিক মাইক্ৰোব ৩ প্রকার :-(১) যাহাঁদের দরুন লাল, সবুজ,গোলাপী প্রভৃতি নানাবিধ বর্ণ উৎপন্ন হয়, তাহদের নাম PNCSfzf (chromogenic), (R) Nfzt দ্বারা ফামেণ্টেশন ক্রিয়া (fermentation) সাধিত হয়, তাহদের নাম বাইমোজেনিক (zymogenic) এবং (৩) যাহারা পিউট ফ্যাকশন (putrefaction) বা পচনক্রিয়া সাধন করে তাঁহাদের নাম স্যাপ্রোজেনিক (saprogenic) । স্যাপ্রোজেনিক মাইক্রোব দ্বারা মৎস্য মাংসে টোমেন বিষ উৎপাদিত হয়। এই বিষ অধিক পরিমাণে দেহ প্রবিষ্ট হইলে পীড়া জন্মায়। প্যাথজেনিক মাইক্রোবের ক্রিয়া মাইক্রোবের পরিমাণের উপর নির্ভর করে না ; ২১ টী দ্বারাই পীড়া উৎপাদিত হয়। (৯) নাইটোজেন, কাবান, জ্বল, ফসফেট, পটাস ও সোডা সণ্ট, ইহাদের আহার। প্যাথজেনিক মাইক্রোব জীবদেহ হইতে, এবং নন-প্যাথজেনিক মাইক্রোব উদ্ভিদ হইতে নাইট্রোজেন গ্ৰহণ করে। চিনির তুল্য পদার্থ হইতে কাবান গৃহীত হয়। জল ব্যতীত ইহারা বৰ্দ্ধিত হয় না। কমা ব্যাসিলাস জল রহিত হইলে মরিয়া যায়। (১০) যে সমুদয় মাইক্রোব বায়ুতে বৰ্দ্ধিত হয় তাহাদিগকে ঈরবিক (aerobic), এবং যাহারা বায়ুহীন স্থানে বৰ্দ্ধিত হয় তাহাদিগকে নন-ঈরবিক (non-aerobic) 3 (a (১১) আলো কিম্বা তড়িৎ প্রবাহে ইহাদের বিশেষ অনিষ্ট হয় না । কেহ কেহ বলেন মাইক্রোককাস তাড়িত প্রবাহে বিনষ্ট হয়। পচনক্রিয়াজনক মাইক্রোব সুৰ্য্যালোকে ধবংস প্ৰাপ্ত হয় । (১২) সাধারণতঃ সমুদয় প্যাথজেনিক মাইক্রোব মনুষ্য রক্তের তাপের সমান তাপে। বৃদ্ধিত হয়, এবং নন-প্যাথজেনিক মাইক্রোব গৃহাভ্যন্তরিক বায়ুর তাপে বৃদ্ধি প্ৰাপ্ত হয়, কিন্তু রক্ততাপে বিনষ্ট হয়। ইহারা অধিক শীতেও জীবিত