পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৃহ শোধন । Σ8 Σ ম্যাকডুগেলের পাউডারের (M”dougal's powder) শতকরা ৩৩ ভাগ কাবলিক য়্যাসিড, ৫৯ ভাগ সালফাইট অব ম্যাগনিসিয়া (sulphite of magnesia) এবং অবশিষ্ট জল । কাবলিক য়্যাসিড সাবানের কিছুমাত্র শোধনশক্তি আছে কি না। সন্দেহ। অতএব সংক্ৰামক রোগী দেখিয়া কাবলিক সাবানে হস্ত ধৌত করিয়া নিশ্চিন্ত থাকা উচিত নহে । ৪ । ক্লোরীণ-ফিঙ্কারের (fischer) মতে গন্ধক ধূম অপেক্ষা ক্লোরীণ শ্ৰেষ্ঠ । ৫ । সলফার ডায়কসাইড-গন্ধকের মূল্য অতি সুলভ ও ব্যবহার প্ৰণালী অতি সহজ বলিয়া, ইহা দ্বারাই সাধারণতঃ দূষিত বায়ু শোধিত হইয়া থাকে। গৃহের দেয়াল প্রভৃতি জলসিক্ত করিয়া এবং দ্বার জানালা রুদ্ধ করিয়া গৃহের মধ্যস্থলে মিথিল স্পিরিটসিক্ত গন্ধক দগ্ধ করিলে অধিক ফল পাওয়া যায়। এপিডেমিকের সময় স্থানে স্থানে অগ্নি প্ৰজ্বলিত করিয়া গন্ধক পোড়ান হইয়া থাকে । খ। সংক্রামক রোগদূষিত গৃহ শোধন করিবার প্রণালী । (বুইথ ) প্রথমতঃ গৃহ জনপ্রাণীশূন্য করিবে এবং সমুদয় দ্বার, জানালা ও ছিদ্র রুদ্ধ করিয়া পলায়ন করিয়া আসিবার জন্য একটিমাত্র দ্বার খুলিয়া রাখিবে। ৩৪ স্থলে বুীচিং পাউডার রাখিবে। ১০ ০০ ঘন ফুট পরিমাণ গৃহে ১ পাউণ্ড বুৗচিং পাউডারের প্রয়োজন। উক্ত পাউডারে স্ট্রং হাইড়োক্লোরিক বা ডাইলুট সালফিউরিক য়্যাসিড ঢালিয়া পলায়ন করিয়া আসিবে ; তৎপর দ্বাদশ ঘণ্টাকাল ঐ ভাবে গৃহ রুদ্ধ রাখিয়া দ্বার জানালা খুলিয়া দিবে। তৎপর গৃহের সমুদয় সামগ্ৰী ডিস ইনফোকটেণ্ট দ্বারা ধৌত করিবে এবং মূল্যবান বস্ত্ৰাদি জলবাম্পে শোধিত করিবে । সর্বত্র এই প্রণালী অনুসারে। কাৰ্য্য করা অসম্ভব । সাধারণতঃ গন্ধক, ধূমে গৃহ বায়ু শোধিত করিয়া দেয়াল মেজে প্রভৃতি ওয়ান পাসেণ্ট করোসিভ সরিমেন্ট লোশনে পিচকারী দ্বারা ধৌত করিবে ।