পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকার দরুন বসন্তের হ্রাস । >○ ○ প্রশ্ন উত্থাপিত হইতে পারে না। যে বাতুল লোকের প্রাণনাশ করিবার বা গৃহে অগ্নি প্ৰদান করিবার সন্ধানে ঘুরিয়া ৰোড়ায়, তাহাকে বাতুলালয় নামক কারাগারে আজীবন বন্দী করা হয় কেন ? এই স্থলে যখন স্বাধীনতার কথা চলে না, তখন যে ব্যক্তি স্বীয় বালককে টীকা না দিয়া বসন্তরোগে আক্ৰান্ত হইতে দেয়, এবং ঐ বালক দ্বারা শত শত লোকের দেহ রোগগ্ৰস্ত ও জীবন বিপদগ্ৰস্ত করায়,তখন সেই ব্যক্তি সমাজদ্রোহী বলিয়া কেন না দণ্ডনীয় হুইবে ? ঐ কালীঘাটের যে ছাগ বিক্ৰেতা সহস্ৰাধিক ব্যক্তির প্রাণনাশের কারণ হইয়া দাঁড়াইল, তাহাকে পথে দেখিবা মাত্র বলপূর্বক হাসপাতালে প্রেরণ করিলে কি এক ব্যক্তির স্বেচ্ছাচার নিবারণ করিয়া সহস্ৰ সহস্ৰ ব্যক্তির জীবন সংরক্ষণ করা হইত না ? তবে আর স্বাধীনতার দোহাই কেন ? বৈজ্ঞানিক দলের টীকার বিরুদ্ধে প্রধানযুক্তি তিনটী :-(১) টাকা বসন্ত নিবারণ করে না, (২) টীকা নানাবিধ রোগ উৎপাদন করে, এবং (৩) টীকা অনাবশ্যক, কারণ বসন্ত তত সংক্ৰামক নহে এবং আইসোলেশন প্রণালীতে নিবারিত হয়। (১) કામિનનન માત્ર ૧૧મ કે “વો যাউক টাকা বসন্তনিবারক কিনা ? মৃত্যুর প্রচলনের পর বসন্তের তালিকা অনুসন্ধান করিলে দেখা যায়। ভ্যাক সিনেশন *** ফ্ল্যাক্ট প্ৰবৰ্ত্তিত হইবার পূর্বে বসন্তের মৃত্যু সংখ্যা লণ্ডনে V এবং কলিকাতায় ৩ গুণ অধিক ছিল । শিশুদের সম্বন্ধে টীকার ফল আরও প্রত্যক্ষ। টাকার সুব্যবস্থার পূর্বে,লণ্ডনে ৫ বৎসরের নিম্ন বয়স্ক শিশুদের মৃত্যু এখনকার ৭ গুণ ও কলিকাতায় ১০ বৎসরের নিম্ন বয়স্ক শিশুsemificara ni C******* P* গুণ ছিল। যে সেফিল্ড এপিডেমিক লইয়া প্রচলনের পর বসন্তে টীকাবিরোধী অধ্যাপক ক্রুকশ্যাঙ্ক এত কথা বলিয়াছেন, : তাহাতে এই প্রমাণিত হইয়াছে যে আনভ্যাক সিনেটেড কলিকাতায় স্তু বা ৬৭০ (unvaccinated) বা “সোদা” দের মধ্যে আক্ৰান্তের ংখ্যা ভ্যাকসিনেটেড ব্দের (vaccinated) ৬ গুণ, এবং মৃত্যু সংখ্যা ৬৮ গুণ। টাকা প্রাপ্ত ৫ বৎসরের নিম্নবয়স্ক শিশুদের শতকরা .৩৬ আক্রান্ত হইয়া তন্মধ্যে শতকরা ৮ মরিয়াছিল; “সোদা”দের শতকরা ৬.৫ আক্রান্ত এবং তাহার শতকরা ৫১.৫ মৃত্যু কবলিত হইয়াছিল। বিগত কলিকাতা এপিডেমিকে বসন্ত হাসপাতালে যত রোগী মারিয়াছিল। তাহার শতকরা