পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভ্যাকৃসিনেশন জনিত রোগ । Y( - ভ্যাকৃসিনেটেড মাতার স্তনে ২৪টা মাত্র বসন্তের দানা নিৰ্গত হইয়াছিল । (৪) একটা ভদ্র পরিবারে ৮ জন লোক ছিল ; তন্মধ্যে একজন একবিংশ বর্ষীয় যুবক ব্যতীত সকলেরই টীকা ছিল । ঐ যুবকের শৈশবকালে পানিবসন্ত হইয়াছিল বলিয়া তাহাকে টাকা দেওয়া হয় নাই। এপিডেমিকের সময় ঐ যুবকেরই বসন্তরোগে মৃত্যু হয় । (৫) একটা পল্লীতে ১৮টা পরিবারে বহু লোক বাস করিত। উক্ত পল্লীতে কেবল মাত্র একটি ৬ মাসের শিশু “সোদা” ছিল। সেই শিশুরই বসন্তরোগে মৃত্যু হয়। শিশুর মাতার শৈশবকালে দেশীয় টাকা হইয়াছিল ; তিনি ব্যতীত আর সকলেই পুনর্বার টীকা গ্ৰহণ করেন। পরিবারে পরিবারে পরস্পর যাতায়াত সত্ত্বেও আর কাহারও কিছুই হয় নাই। কেবল শিশুর মাতার শরীরে অতি সামান্য ৪৫টি বসন্তের দানা নিৰ্গত হইয়া শীঘ্ৰ শুষ্ক হইয়া গিয়ছিল । কলিকাতা এপিডেমিকের সময় এইরূপে টীকার বসন্তনিবারিণী শক্তির পরিচায়ক অনেক আশ্চৰ্য্য ঘটনা সংঘটিত হইয়াছিল। এই ত গেল প্রথম তর্কের খণ্ডন ।। (২) দ্বিতীয় তর্ক এই, টাকার দ্বারা লে প্রসি, সিফিলিস এরিসেপেলাস প্রভৃতি নানাবিধ রোগ ংক্রামিত হয়, এমন কি মৃত্যু পৰ্য্যন্ত সংঘটিত হইয়া থাকে । ইহার উত্তরে এইমাত্র বলিলেই যথেষ্ট, যে কলিকাতায় প্রতি বৎসর ১৪|| ১৫ হাজার টীকা হইতেছে অথচ এইরূপ দুর্ঘটনার কোন প্রমাণ অদ্য পর্যন্ত পাওয়া যায় নাই । 3 stair afsir (Jonathon Hutchison) qê 773 frC: 03 Ga. বিচক্ষণ ব্যক্তি। তিনি টীকার দ্বারা উপদংশ সংক্রামিত হওয়া সম্বন্ধে ৬টা মাত্ৰ ঘটনার কথা জানেন। বিলাতের টীকাধ্যক্ষ ডাক্তার গাই (Guy) ১০,০০০ টীকা দিয়াছেন; তন্মধ্যে কেবল ৪টা শিশুর এরিসেপেলাস হইয়াছিল। ঐ শিশুদের গৃহের সন্নিকটে তখন ঐ রোগের প্রাদুর্ভাব ছিল, এবং ঐ রোগগ্ৰস্ত একটি শিশুকে ডাক্তার গাইর টাকার অ্যাডায় লইয়া আসিয়াছিল। সুতরাং কদাচিৎ ২/১ স্থলে যদি কখনও এরিসেপেলাস হয়, তাহার কারণ টীকা নহে, কিন্তু এরিসেপেলাসগ্রস্ত রোগীর কিম্বা ঐ রোগ-বীজ-সংলিপ্ত ল্যানসেটের সংস্পৰ্শ।। কিন্তু সামান্য স্ফোটক অস্ত্ৰ করিলেও ত এইরূপ এরিসেপেলাস হইয়া থাকে। তাই বলিয়া স্ফোটকের অস্ত্ৰ চিকিৎসা কে নিবারণ করে ? যাহা হউক, সামান্য অস্ত্ৰ চিকি ৎসায় যে নিয়ম পালন করা হয়, টীকা সম্বন্ধেও সেইরূপ করিলে